Header Ads

ঘুমন্ত অবস্থায় একাধিক বার ধর্ষণ করা হয়

নজরবন্দি ব্যুরো :আয়ারল্যান্ডের এক মহিলা কে ধর্ষণ করে তারই প্রেমিক। ধর্ষণ একবার করে না করে বহুবার। যার জেরে সেই মহিলা ডুবে যায় বীভৎস মানসিক অবসাদে। সেই মহিলার জীবনের লক্ষ ছিল শিক্ষিকা হওয়ার। কিন্তু সেই স্বপ্নের থেকে অবসাদ জিতে গেছে তাঁর জীবনে।

 আদালতের রায়ে তাঁর বয়ফ্রেন্ড ম্যাগনাস হাস্টভেইটকে এর কে জরিমানা করতে হল ১০ লক্ষ ইউরো।২০১১ সালে থেকে ওই মহিলা এবংতাঁর বয়ফ্রেন্ড হাস্টভেইট লিভ-ইন সম্পর্কেবা থাকা শুরু করেনা। ২০১২ সালেই ওই মহিলা অভিযোগ তোলেন, ঘুমন্ত অবস্থায় তাঁকে একাধিক বার ধর্ষণ তাঁর বয়ফ্রেন্ড । ২০১৬সালে তাঁকে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়।জামিনের আবেদনা করে সেই সাজা কমিয়ে ১৫ মাস করে দেওয়া হয়। জেল কর্তৃপক্ষ থেকে জানায় তাঁর বিরুদ্ধে পুরনো অপরাধের কোনও রেকর্ড নেই। এর পর ওই মহিলা লন্ডনে চলে যান সাইকোলজি নিয়ে পড়তে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.