চকলেট প্রেমীদের জন্য দুঃখের খবর, ৪০ বছর পর পৃথিবী থেকে হারিয়ে যাবে চকলেট
নজরবন্দি ব্যুরো :চকলেট এমন একটা জিনস যা আট থেকে আশি সবার পছন্দ। মন খারাপ হোক কিংবা আনন্দ একটু চকলেট হলেই ঠিক উপাহারের ক্ষেত্রেও চকলেট ছাড়া কিছু ভালো উপহার হয় না। চকলেট লাভারদের জন্য একটি খারাপ খবর কিছু বছর আগেই প্রকাশ পেয়েছিল।
উষ্ণায়নের ফলে পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে চকলেট।সেখানে আরও বলা হয়েছে আগামী ৪০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা আর ২.১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে কোকো চাষ করা সম্ভব হবে না।কী মন খারাপ হয়ে যাচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ,কোকো থেকে চকলেট তৈরী হয় ,কোকো চাষের জন্য নির্দিষ্ট আবহাওয়ার প্রয়োজন। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোকো চাষ করা হয়। এর সঙ্গে প্রয়োজন প্রচুর বৃষ্টির। কিন্তু পৃথিবীর তাপমাত্রা যে হারে বেড়ে চলেছে তাতেই আশঙ্কায় পরে গেছেন বিজ্ঞানীরা। তবে চকলেট দূরের কথা এই তাপমাত্রা গোটা পৃথিবীই প্লাবিত হয়ে যাবে।তাই শুধু মাত্র কোকো চাষ বাঁচিয়ে রাখার চিন্তাই অবান্তর। তাই চকলেট প্রেমীরা মন ভরে চকলেট খান।

No comments