Header Ads

পরাজয় স্বীকার করে নিয়ে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে টুইট বিজেপির সভাপতির

নজরবন্দি ব্যুরো: বিধানসভা ভোটে জিতে দিল্লিতে বিজেপির সরকার গড়ার আশা পুরোপুরি ভেস্তে গেল। লোকসভায় সবকটি আসনে জেতা বিজেপির এহেন ফলাফলে আগেই পরাজয় স্বীকার করে নিয়ে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন একাধিক বিরোধী নেতা। বিজেপির শীর্ষ নেতৃত্বদের তরফে এবার মুখ খুললেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেন তিনি। টুইট করে দলের হার কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপি সভাপতি নাড্ডা । ভাবি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন বিরোধী হিসাবে গঠনমূলক ভূমিকা পালন করবে বিজেপি।
সেই সঙ্গে দলের কর্মী-সমর্থকদের মানুষের স্বার্থে কাজ করার অনুরোধ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলের অভ্যন্তরে অবশ্য বিজেপি সভাপতি নাডা মনোবল বাড়িয়ে কর্মী-সমর্থকদের হাল না ছেড়ে লড়াইয়ের ময়দানে থাকার পরামর্শ দিয়েছেন।। সেই সঙ্গে কেন হার হল সে বিষয়ে পর্যালোচনা করে আগামী দিনগুলিতে সিদ্ধান্ত নেবে বিজেপির সদর দপ্তর। তবে লোকসভা ভোটে। বিজেপি দিল্লির সবকটি আসনেই জিতেছিল। সেই জয়ের জন্য অনেকটাই কাজ করেছিল মোদি ম্যাজিক। কিন্তু বিধানসভা নির্বাচনে সেই অবস্থান ধরেই রাখতে পারেনি বিজেপি। উল্টে অবস্থান তলানিতে গিয়ে ঠেকেছে। তবে কি অস্তমিত মোদি ঝড়? তাই ঝাড়ু ঝড়েই কুপোকাত হয়ে গেল বিজেপি! এমনটাই প্রশ্ন তুলে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.