Header Ads

দেশদ্রোহীদের গুলি করায উচিত, শাহীনবাগ নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদের

নজরবন্দি ব্যুরো: তখনও দিল্লিতে চলছিল ভোট গণনা। ভোট গণনা যাইহোক ট্রেন্ড অনুযায়ী ফের আপ সরকার যে গঠন হচ্ছে সেটুকু নিশ্চয়তা ছিলই। সেই আবহেই শাহীনবাগ আন্দোলন প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের 'আন্দোলনকারীদের গুলি করে মারা উচিত' মন্তব্যকে সমর্থন করলেন আরেক বিজেপি নেতা রমেশ ঠাকুর । আর সেই মন্তব্য ঘিরেই ফের নয়া বিতর্কে সূত্রপাত। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। সরাসরি এই আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে গণআন্দোলনের ডাক দিয়েছিল অবিজেপি রাজনৈতিক দলগুলি। সিএএ-এর বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির শাহীনবাগ। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে এলাকার শয়ে শয়ে মানুষ ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জমা হয়েছিল সেই আন্দোলনে।

 কিন্তু বারংবার বিজেপির কেন্দ্রীয় নেতারাই বাক্যবাণে আক্রমণ করেছিল শাহীন বাগের আন্দোলনকারীদের। শীর্ষ নেতৃত্বদের পথ অনুসরণ করেই লাগাতার হুশিয়ারি দিতে থাকেন একাধিক বিজেপি নেতা। তার মাঝেই গত ১১ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্তব্য করেছিলেন "শাহীনবাগ দেশদ্রোহীদের আখড়া । তাদের গুলি করে মারা উচিত।" আর সেই মন্তব্যকেই সমর্থন করে বিজেপির আরেক নেতা রমেশ ঠাকুর নেমে পড়েছেন ময়দানে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য ,দেশদ্রোহী প্রমাণিত হলে আদালত যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, তবে তাদের গুলি করে মারা কোন ভুল কাজ নয়। এই বক্তব্যের পরই নিন্দার ঝড় উঠেছে। দেশের নেটিজেনরা ঠাট্টার ছলে বলছেন, যখন আপ ঝড়ে কুপোকাত বিজেপি তখন বিজেপি নেতার এহেন বক্তব্য কেবল শিশুসুলভ জ্যাঠামি ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.