Header Ads

আপ ঝড়ে ধরাশায়ী হবার পরেও বাংলাকে পাহাড় থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাব দিলেন বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী

নজরবন্দি ব্যুরো: দিল্লি ভোটে আপ ঝড়ে ধরাশায়ী বিজেপি। লোকসভা ভোটের নিরিখে বিজেপির অবস্থান কার্যত তলানীতে গিয়ে ঠেকেছে। ভোট গণনা শেষ হওয়ার আগেই কেজরিওয়ালকে অভিনন্দন জানাতে শুরু করেছিলেন একাধিক হেভিওয়েট নেতা। এমনকি কংগ্রেসের একাধিক নেতা নেত্রী নিজেদের হারকে মেনে নিয়েই কেজরিওয়ালকে অভিনন্দন জানান। এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বাংলা থেকে পাহাড়কে আলাদা করে গোর্খাল্যান্ড তৈরির পক্ষে সওয়াল করলেন তিনি। তিনি আরো বলেন একাধিক জায়গায় বিজেপি প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। দিল্লিতে হারের পর তার এহেন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরেই। দিল্লিতে কেন পরাজয় হল দলকে শিক্ষা নেওয়ার কথা বলেন তিনি।
 কিন্তু কেন সুব্রহ্মণ্যম স্বামী বাংলা থেকে পাহাড়কে আলাদা করে গোর্খাল্যান্ড তৈরীর কথা বললেন? বিষয়টি নিয়ে তিনি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে জনিয়েছেন উত্তর বঙ্গের পাহাড়ের দলগুলির দীর্ঘদিনের দাবি এবার মান্যতা দেওয়া হোক। আর তাঁর এই মন্তব্যেকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে বিজেপির অন্দরেই। প্রসঙ্গত , পাহাড়ে সুভাষ ঘিসিং দীর্ঘদিন আগে থেকেই দাবি করেছিলেন বাংলা থেকে পাহাড়কে আলাদা করে গোর্খাল্যান্ড করে দেয়া হোক। তবে দলের ঠোঁটকাটা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর এহেন বক্তব্যে দোটানায় পড়ে গিয়েছে রাজ্য বিজেপি। বাঙালি ভাবাবেগে কতটা প্রভাব পড়তে পারে এই ঘটনা, সেদিকেই চোখ রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.