প্রকাশ্য সভায় হঠাৎ কেঁদে ভাসালেন দিয়া, কিন্তু কেন ?
নজরবন্দি ব্যুরো :মুম্বাইয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি সভায় হঠাৎ করেই কেঁদে ফেললেন নায়িকা দিয়া মির্জা। এই আলোচনা সভা ছিল মূল কথা ছিল আবহাওয়া পরিবর্তন যেভাবে বিপদ ডেকে আনছে তা নিয়ে। এই সভাতেই হঠাৎ করে কান্নায় ভেঙে পড়েন দিয়া মির্জা।
তিনি এই সভাতেই বলেন দুঃখ হলে প্রকাশ করুন। কান্না কখনও চাপবেন না। সব বিষয়ে অনুভব করে বোঝার চেষ্টা করুন। আমি এই যে কেঁদে ফেললাম এটা কিন্তু আমার কোন পারফর্মেন্স নয়।দিয়া কে কাঁদতে ড দেখে একজন দিয়ার দিকে টিস্যু এগিয়ে দেন। কিন্তু দিয়া সেই টিস্যু প্রত্যাখ্যান করে জানান ,আজ সকালে কোব ব্রায়ান্ট ও তাঁর মেয়ের হেলিকপ্টার ক্র্যাশের খবর পেয়েছি তখন থেকেই আমার মনটা খুব খারাপ।
দিয়ার এই কান্না নিয়ে টুইটারে নানা মানুষ নানা রকম প্রতিক্রিয়া করেন। এরপর থেকে বিভিন্ন রকমের ট্রোলিং এর স্বীকার হন দিয়া। তাকে ট্রোল করে লেখা হয়েছে
জয়পুরে জলের সমস্যার দিয়া মির্জা কেঁদে সমাধান করবে। কিন্তু সমালোচকের পাশাপাশি দিয়ার ভক্তরাও তাঁকে সমর্থন করে কথা বলেছেন।
তিনি এই সভাতেই বলেন দুঃখ হলে প্রকাশ করুন। কান্না কখনও চাপবেন না। সব বিষয়ে অনুভব করে বোঝার চেষ্টা করুন। আমি এই যে কেঁদে ফেললাম এটা কিন্তু আমার কোন পারফর্মেন্স নয়।দিয়া কে কাঁদতে ড দেখে একজন দিয়ার দিকে টিস্যু এগিয়ে দেন। কিন্তু দিয়া সেই টিস্যু প্রত্যাখ্যান করে জানান ,আজ সকালে কোব ব্রায়ান্ট ও তাঁর মেয়ের হেলিকপ্টার ক্র্যাশের খবর পেয়েছি তখন থেকেই আমার মনটা খুব খারাপ।

No comments