Header Ads

গ্রেফতার শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ শরজিল ইমাম

নজরবন্দি ব্যুরোঃ ৪ দিনের তল্লাশির পরে আজ মঙ্গলবার শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ শরজিল ইমামকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত জেএনইউ ও আইআইটি-র প্রাক্তন ছাত্র শরজিলকে বিহারের জেহানাবাদে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অসমকে দেশ থেকে বিচ্ছিন্ন করার পক্ষে সওয়াল করেন।

এবং একই সঙ্গে সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন। শরজিল ইমামের গ্রেফতারি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন ‘কেউ যদি কোনও ভুল করে, পদক্ষেপ তো নিতেই হবে। আইনের বিরুদ্ধে যাওয়া কারওই উচিত নয়। শরজিল যা বলেছেন বা পুলিশ যা পদক্ষেপ করেছে, পুরোটাই আদালতের বিচার্য’।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.