Header Ads

বিক্ষোভের জেরে গ্রিনরুমে বসেই অভিজিতের ডিলিট শংসাপত্রে সই রাজ্যপালের

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। তাঁকে দেখেই ‘গো-ব্যাক’ স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। এই সমাবর্তন অনুষ্ঠানে নোবেলজয়ী অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে ডিলিট সম্মান তুলে দেওয়ার কথা ছিল আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। কিন্তু অনুষ্ঠান মঞ্চে ঢুকতেই পারেন নি তিনি।

 তবে কৌশলে রাজ্যপালকে দিয়েই অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে ডিলিটের শংসাপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। মঞ্চে আসতে না পারায় রাজ্যপালকে গ্রিনরুমে বসিয়ে শংসাপত্রে সই করতে বলা হয়। গ্রিন রুমের মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকড় অভিজিৎ বাবুর হাতে ডিলিটের শংসাপত্র তুলে দেন।
এমনকি তিনি বলেন অভিজিৎ বাবুর হাতে সম্মান তুলে দিতে পেরে তিনি গর্বিত। আগের বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে ঢুকতেই পারেন নি রাজ্যপাল। বাধ্য হয়ে ফিরে আসতে হয় তাঁকে। তবে এদিন কলকাতার সমাবর্তনে এসে বিক্ষোভের জেরে অনুষ্ঠান মঞ্চে না যেতে পারলেও গ্রিনরুমেই সম্মাননা জ্ঞাপন করলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.