Header Ads

আমি দেশের ভাবমুর্তি কথা ভেবেই কাজ করি, সিএএ হবেই। দিল্লীর ‍্যালি থেকে মোদীর হুঙ্কার

নজরবন্দি ব্যুরোঃ দিল্লীর এক মঞ্চ থেকে প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা সিএএ থেকে একচুলও সরবো না। প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘ দিন ধরে সংবিধানে যে ভুল আইন ছিল তা সিএএ আইনের দ্বারা আমরা সংশোধন করতে চাইছি। দিল্লীর এক র্যা লি থেকে তিনি বলেন, স্বাধীনতার সময় দেশ ভাগ হয়েছিল। তৎকালীন সরকার তা খুব সহজেই মেনে নিয়েছিল। গান্ধিজিও চেয়েছিলেন সংখ্যালঘুদের রক্ষা করতে। 
সেই সময়ের ভারতের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে সিএএ আইন। সংশোধিত নাগরিকত্ব আইন থেকে একচুলও সরবো না। বিরোধীদের উদ্দেশ্যে মোদীর বক্তব্য, নিজেদের ভোট ব্যাঙ্ক বাঁচাতে সিএএ নিয়ে রাজনীতি কড়ছে বিরোধী দল গুলি। সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার কি চোখে পরছে না? অনেকেই নাটক করছে দলিতদের প্রতিনিধি হওয়ার। 
পাকিস্তান ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছেন যারা তাঁদের কথা কেউ শোনেন না কেন। বিরোধীরা ভুলে যাচ্ছেন, পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা ভারতের আশ্রয় নিতে এসেছেন, তাঁরাও দলিত। তিনি আরও বলেন, আমি দেশের ভাবমুর্তির কথা ভেবেই কাজ করি। আর যারা সিএএ আইনের বিরোধিতা করছেন, তাঁরা কি কখনও সংবিধানের কথা ভেবেছেন ? প্রাধানমন্ত্রী পাকিস্তানকে আক্রমণ করে বলেন, প্রতিবেশী দেশ ৩টি যুদ্ধে হেরে গিয়েছে কিন্তু প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে তাঁরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.