দাদার অনুপ্রেরণায় আইপিএল এর আগে “অল স্টার গেমে” কারা খেলবেন জানেনে?
নজরবন্দি ব্যুরোঃ সোমবার দিল্লিতে আইপিএল গভর্নিং কাউন্ডিলের বৈঠকের পরই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন এবার আইপিএল শুরু হবার আগে সমাজসেবা মূলক কাজের জন্য একটি অল স্টার আইপিএল গেমের ব্যবস্থা করা হয়েছে। তবে সেই ম্যাচে কোন দলে কারা অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু সূত্রের খবর এই খেলাতে অংশ নেবেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি।
এই ম্যাচ থেকে পাওয়া অর্থ চলে যাবে স্বেচ্ছাসেবামূলক কাজে। কিন্তু কারা অংশ নেবেন এই ম্যাচে? জানা গিয়েছে, আটটি ফ্র্যাঞ্চাইজি থেকেই ক্রিকেটাররা খেলবেন এই বিশেষ এই ম্যাচে। ২৯ মার্চ অর্থাত্ আইপিএল শুরুর ঠিক তিনদিন আগে আয়োজিত হবে ম্যাচটি। নতুন প্রেসিডেন্ট ও নতুন ভাবনা। যা এবার এইপিএল কে আরও মহিমান্বিত করবে বলেই বিশেষজ্ঞদের ধারনা।

No comments