সিএএ নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নিমতা
নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে এলাকায় লিফলেট বিলি করছিলেন বিজেপির বেশ কিছু কর্মী। আর সেই সময়ই বেশকিছু তৃণমূল কর্মী এসে বিজেপি কর্মীদেরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন তিন বিজেপি কর্মী। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দমদমের নিমতা থানার পাটনা ঠাকুরতলা এলাকা। ঘটনায় দুপক্ষই নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে এলাকার বাসিন্দাদের কাছে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে লিফলেট বিলি করছিলেন বিজেপির কয়েকজন সমর্থক। সেই সময়ই আচমকা কয়েকজন তৃণমূল কর্মী এসে বাঁধা দেয় বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। নিমেষেই পরিস্থিতি পাল্টাতে থাকে। সেই সময়ই তৃণমূল সমর্থকরা বিজেপি কর্মীদের মারধর করে। এরপরই দুপক্ষই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জগন্নাথ দে নামে এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁর চোখের নিচে গুরুতর চোট লাগে। আহত হয়েছে আরও দুই বিজেপি সমর্থক। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ। তবে এই ঘটনায় সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে এলাকার বাসিন্দাদের কাছে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে লিফলেট বিলি করছিলেন বিজেপির কয়েকজন সমর্থক। সেই সময়ই আচমকা কয়েকজন তৃণমূল কর্মী এসে বাঁধা দেয় বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। নিমেষেই পরিস্থিতি পাল্টাতে থাকে। সেই সময়ই তৃণমূল সমর্থকরা বিজেপি কর্মীদের মারধর করে। এরপরই দুপক্ষই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

No comments