Header Ads

মোদীর পর এইবার 'ম্যান ভার্সাস ওয়াইল্ডে' রজনীকান্ত

নজরবন্দি ব্যুরো : বেয়ার গ্রিলের 'ম্যান ভার্সাস ওয়াইল্ড' একটি বিখ্যাত অনুষ্ঠান। 'ম্যান ভার্সাস ওয়াইল্ড' এর একটি বিশেষ পর্বে দেখা গেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে। এবার আবার ও এক ভারতীয় কে দেখা যাবে 'ম্যান ভার্সাস ওয়াইল্ড' এর বিশেষ পর্বে।
 কিন্তু আবার কোন ভারতীয় কে দেখা যাবে বেয়ার গ্রিলের সাথে। এইবার 'ম্যান ভার্সাস ওয়াইল্ড' দেখা যাবে দক্ষিণের বিখ্যাত অভিনেতা রজনীকান্ত কে। বেয়ার গ্রিল আর রজনীকান্ত এইবার ঘুরে দেখবেন কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ। যা জানা গেছে রজনীকান্ত চেন্নাই ফিরছেন মঙ্গলবার। দুদিন শুটিং হবে কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভে।
এই বিষয়ে ডিসকভারি চ্যানেল কোন মন্তব্য করেননি।গতবছর বেয়ার গ্রিল এর সঙ্গে দেখা গেছিল নরেন্দ্র মোদীকে। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশানাল পার্কে ঘুরে ছিলেন তাঁর দুজন। আবহাওয়া পরিবর্তন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কথা হয়েছিল তাদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.