Header Ads

২০২০ আইপিএল-এর সময় সূচীর কোন পরিবর্তন হচ্ছে না, জানিয়ে দিলেন সৌরভ

নজরবন্দি ব্যুরোঃ ২০২০ আইপিএল খেলার সময় সূচি নিয়ে বিভ্রান্তি তৈরী হয়েছিল। আইপিএল-এর জনপ্রিয়তা কমছে এই যুক্তি দিয়ে এই টুরনামেন্টের টেলিকাস্ট পার্টনার স্টারস্পোর্স বোর্ডের কাছে আবেদন করেছিলেন খেলার সময় পরিবর্তনের জন্য। কিন্তু গত সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনার পর প্রেসিডেন্ট সৌরভ জানিয়ে দিলেন ২০২০ আইপএল-এ খেলার সময় সূচি পুর্ব নির্ধারিত সময় অনুযায়ী হবে।
মিটিং-এর শেষে সৌরভ জানান,’ রাত্রির ম্যাচের সময়ের কোন পরিবর্তন হচ্ছে না। ওটা আগের সময় মতই ৮ টাতেই হচ্ছে। সাড়ে সাতটা নিয়ে আলোচনা হয়েছিল, তবে তা হচ্ছে না। প্রেসিডেন্ট আরও জানানা আইপিএল ফাইনাল মুম্বাইয়ে হচ্ছে, আহমেদাবাদে নয়।‘ এছাড়াও সৌরভ জানান এবার আইপ[ইএল-এর আগে বিশ্বের বিখ্যাত ক্রিকেটার দের নিয়ে একটি অল স্টার ম্যাচ খেলা হবে , সেখান থেকে সংগৃহীত অর্থ কোন সমাজ সেবী প্রতিষ্ঠানে দান করা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.