Header Ads

চাটুকারিতার জন্যই পদ্ম পুরস্কার আদনান কে,দাবী কংগ্রেসের মুখপাত্রের

নজরবন্দি ব্যুরো : ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের নিয়ম করে পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। এইবার পদ্মশ্রী পাচ্ছেন বিখ্যাত সুরকার ও গায়ক আদনান সামি। কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল আদনান সামির এই পদ্মশ্রী পাওয়া নিয়ে সমালচনা করেছেন।
 জয়বীর শেরগিল রবিবার টুইট করে লেখেন, আদনান সামি পাক বংশোদ্ভুক্ত। তাঁর পিতা পাকিস্তানের এয়ারফোর্সের পাইলট। অন্যদিকে মহম্মদ সানাউল্লা কারগিল যুদ্ধে ছিলেন। কিন্তু অসমে এনআরসির পর তাঁকে ওভারতীয় বলা হয়েছিল। অন্যদিকে সরকার পদ্মশ্রী দিচ্ছেন আদনান সামি কে।তিনি বলেন এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজেপির চামচাগিরি করেই আদনান সামি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এরপর টুইটারের এক রকমের যুদ্ধ লাগে আদনান সামি আর জয়বীর শেরগিলের মধ্যে।
 এরপর আদনান সামি টুইট করে লেখেন, আপনি সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকান থেকে নিজের মগজটা কিনেছেন মনে হচ্ছে। আপনি একজন আইনজীবি তবুও এই রকম কথা বলছেন। বাবা মায়ের পেশার দায় কখনই সন্তানের হয় না। এর প্রতিবাদে জয়বীর বলেন, কাকা আপনি সম্প্রতিই সীমা পেরিয়ে আমাদের দেশে এসেছেন। সেই জন্য আপনি হয়তো জানেন না আমরা ভারতীয়রা শত্রুদের ও সন্মান দিয়ে কথা বলি। এখানে থাকলে ধীরে ধীরে শিখে যাবেন। এরপর আদনান সামি অত্যন্ত রেগে গিয়ে লেখেন ,আমাকে কাকা চামচা এই সমস্ত বাজে কথা বলবেননা।এটা ভারতীয় সংস্কৃতি নয়। আমাকে ভারতীয় সংস্কৃতি শেখাবেন না। বরং নিজে শিখুন ভারতীয় সংস্কৃতি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.