Header Ads

দিদির 'ঘেউ-ঘেউ'কে পাথেয় করে জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করলেন নির্মল মাজি

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে এসে জুনিয়র ডাক্তারদের ‘গো-ব্যাক’ স্লোগানের মুখে পড়ে মেজাজ হারালেন তৃণমূল নেতা নির্মল মাজি। কলকাতা মেডিক্যাল কলেজের ১৭৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে নির্মল মাজির উপস্থিতি নিয়েই তৈরি হয় বিতর্ক।

সূত্রের খবর এই অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা ছিল না। অনুষ্ঠানে তাঁকে দেখার পরই গো-ব্যাক স্লোগান তোলেন জুনিয়র ডাক্তাররা। এরপর অনুষ্ঠান মঞ্চে উঠে বেলাগাম মন্তব্য করতে শোনা যায় নির্মল মাজিকে। তিনি বলেন "বাজার দিয়ে হাতি গেলে পিছনে ঘেউ ঘেউ করে।" এই মন্তব্যের পরই আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন জুনিয়র ডাক্তাররা।
গাড়ি নিয়ে নির্মল ঢুকতেই স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু হয়ে যায়। সিএএ ও এনআরসি নিয়ে নির্মল মাঝির দ্বিচারিতা করছেন বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করে তিনি আরও বলেন "এইভাবে আন্দোলন হয় না। এভাবে অনুষ্ঠান বিঘ্ন ঘটিয়ে বিক্ষোভ দেখানোর অধিকার কারও নেই।"

তবে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের পরোক্ষ ভাবে ‘কুকুর’ বলায় তীব্র নিন্দা করেছেন রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবিকে ‘ঘেউ ঘেউ’ বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা মেডিক্যাল কলেজে এসে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদেরকে কটাক্ষ করতে তৃণমূল সুপ্রিমোর পথেই হাঁটলেন নির্মল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.