বড় সাফল্য, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হিজবুল-জৈশ জঙ্গি
নজরবন্দি ব্যুরোঃ প্রজাতন্ত্র দিবসের ঠিক পরেই কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা। কাশ্মীরের আরওয়ানি গ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে জঙ্গি হিজবুল মুজাহিদিন। সংঘর্ষে এক সেনা অফিসারও জখম হন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, গত ২৮ দিন ধরে এনকাউন্টার ও তল্লাশি চলছে কাশ্মীরে। গ্রেপ্তার করা হয়েছে ৯ জঙ্গিকে এবং ১৬ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ২৫ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের আগের দিনই অবন্তীপোরায় ত্রালে জৈশের শীর্ষ কম্যান্ডার কারি ইয়াসি ও তাঁর দুই সঙ্গী মুসা ও বুরহান শেখ-কে নিকেশ করে বড় নাশকতার চেষ্টা রুখে দেয় ভারতীয় জওয়ানরা।
এদিন আরওয়ানি গ্রামে পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালানোর সময় সেনা বাহিনীদের লক্ষ করে জঙ্গিরা গুলি চালায়। গুলি এবং পাল্টা গুলির লড়াইতে নিকেশ হয় হিজবুলের জঙ্গি শাহিদ খার। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
সূত্রের খবর, গত ২৮ দিন ধরে এনকাউন্টার ও তল্লাশি চলছে কাশ্মীরে। গ্রেপ্তার করা হয়েছে ৯ জঙ্গিকে এবং ১৬ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ২৫ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের আগের দিনই অবন্তীপোরায় ত্রালে জৈশের শীর্ষ কম্যান্ডার কারি ইয়াসি ও তাঁর দুই সঙ্গী মুসা ও বুরহান শেখ-কে নিকেশ করে বড় নাশকতার চেষ্টা রুখে দেয় ভারতীয় জওয়ানরা।

No comments