Header Ads

নিজস্ব হোয়াটস অ্যাপ আসছে ভারতের!

নজরবন্দি ব্যুরোঃ ভারতের নিজস্ব হোয়াটস অ্যাপ আসছে,কেন্দ্রের সূত্রে এমনটাই খবর এবার । মার্কিন বাণিজ্যের অন্যতম যুগান্তকারী সংস্থা হল হোয়াটস্ অ্যাপ। আর এই অ্যাপ সোশ্যাল মিডিয়ার যোগাযোগের কিছুটা অংশ দখল করে নিয়েছে। হোয়াটসঅ্যাপ ছাড়া আমরা চলতে পারিনা। আর সেই হোয়াটসঅ্যাপ ঘরানায় ভারত নিজস্ব এক চ্যাটিং সাইট এর পথে এগিয়ে যাচ্ছে। আর এই হোয়াটস অ্যাপ এর মত চ্যাটিং সাইট বহু ক্ষেত্রেই দপ্তরের কাজের জন্য ব্যবহৃত হয়। নথি চুরির সম্ভাবনা কিন্তু থেকেই যায। এছাড়াও অ্যামাজন প্রধানের ফোন্ হ্যাকের মামলা প্রকাশ্যে আসে।আর সেই গোপনীয়তা বজায় রাখতেই ভারত সরকারের নতুন পদক্ষেপ। ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনলজি দপ্তর সরকারের তরফে এমন একটি অ্যাপ তৈরি করছে যা ভারতের নিজস্ব অ্যাপ বলে জানা হবে। ২০২০ তেই এই প্রকল্প শুরু হতে চলেছে। শুরু হয়ে গিয়েছে পাইলট প্রজেক্ট।
সরকারি কর্মচারীরা ও রাজ্য সরকারি কর্মচারীরা এই অ্যাপটি ব্যবহার করতে পারবে। এই অ্যাপ জি আই এম এস একটি 'ইউনিফায়েড ম্যাসেজিং প্লাটফর্ম' যা তৈরি করছে 'ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার' আর এই সংস্থা ই কিন্তু সরকারি দপ্তরের ইমেইল সার্ভিস তৈরি করে। এই অ্যাপে অনেক রকমই সুবিধা থাকছে জানা গিয়েছে। ১১ টি স্থানীয় ভাষা এই অ্যাপে চালু থাকবে হিন্দি ও ইংরেজি ও থাকবে। জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য চুরি রুখতে নাকি এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। জি আই এম এস প্রযুক্তির অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি প্লাটফর্মেই এটি চালু হবে। বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার দ্বারা এই অ্যাপ ব্যবহার করা শুরু হবে বলে জানা গেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.