আর্থিক প্রতারণার অভিযোগ মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে।
নজরবন্দি ব্যুরোঃ আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। অওরঙ্গাবাদের এক ট্র্যাভেল এজেন্ট তাঁর বিরুদ্ধে ২০ লক্ষ ৯৬ হাজার টাকার প্রতারণার অভিযোগ করেছেন। স্বয়ং আজহার যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন। ঠিক কি অভিযোগ করেছেন ঐ ট্র্যাভেল এজেন্ট? তাঁর অভিযোগ গত নভেম্বরে ২০.৯৬ টাকার বিমানের টিকিট কিনেছিলেন। ওই টিকিটগুলি যার নামে কেনা হয়েছিল তার নাম মহম্মদ আজহারউদ্দিন।
কিন্তু, সেই অর্থ এখনও ট্রাভেল সংস্থাকে দেননি তিনি। ঐ এজেন্ট দাবি করেন আজহারউদ্দিনের আপ্তসহায়ক মুজিব খানের প্রতিশ্রুতিতেই ঐ টিকিট কিনেছিলেন তিনি। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে আজাহার ঐ এজেন্টের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। বুধবার, অরঙ্গাবাদের চক থানায় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিন সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দানিশ ট্যুর এন্ড ট্রাভেলসের কর্ণধার। এই অভিযোগ উড়িয়ে দিয়ে এক ভিডিও প্রকাশ করেন আজহারউদ্দিন। তিনি ঠিক কি বলেছেন দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/azharflicks/status/1220059182109298689
https://twitter.com/azharflicks/status/1220059182109298689
No comments