Header Ads

বল ভেবে জিলেটিন স্টিক নিয়ে খেলতে গিয়ে হাতের আঙুল উড়ল শিশুর

নজরবন্দি ব্যুরোঃ খাদানের কাজের জন্য প্রয়োজন হয় জিলেটিন স্টিক। যাতে বিস্ফোরণ না হয় তাই আবর্জনা স্তুপে প্লাস্টিকে জড়িয়ে জিলেটিন স্টিক লুকিয়ে রেখে ছিলেন এক খাদান কর্মী। কিন্তু খেলতে খেলতে ওই খাদান কর্মীর শিশুপুত্র বল ভেবে ওই জিলেটিন স্টিক নিয়ে খেলতে গিয়েই ঘটে বিস্ফোরণ। আর তাতেই হাতের দুটি আগুন উড়ে যায় ওই শিশুর। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন নেতাজীর জন্মদিনে স্কুল ছুটি ছিল। তাই ওই শিশুটি বাড়ির সামনেই খেলছিল। খেলতে খেলতে সে বাড়ির পাশের আবর্জনা স্তুপ ঘাঁটতে থাকে। হটাতই প্লাসিকে মোড়া জিলেটিন স্টিক দেখতে পায় সে।
বল ভেবে সেটা নিয়ে খেলতে গেলেই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণে শিশুর ডান হাতের দুটি আঙুল উড়ে যায়। বিকট শব্দ শুনে শিশুর মা ও প্রতিবেশীরা ছুটে আসেন। শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। তবে শিশুর অবস্থা এখনও আশঙ্কা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.