Header Ads

সুস্থ হয়ে উঠছেন শাবানা জানালেন স্বামী জাভেদ আখতার।

নজরবন্দি ব্যুরোঃ সুস্থ হয়ে উঠছেন শাবানা আজমি এমনটাই জানালেন তাঁর স্বামী জাভেদ আখতার। আজ বৃহস্পতিবার তাঁকে জেনারেল রুমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান জাভেদ। এক টুইটে জাভেদ আখতার লেখেন ‘আমাদের পরিবারের পক্ষ থেকে সব বন্ধু এবং শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানাতে চাই। শাবানার জন্য তাদের উদ্বেগ, প্রার্থনা ও শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। তাঁদের সবাইকে জানাতে চাই যে শাবানা সুস্থ হয়ে উঠছেন এবং সম্ভবত আগামীকালই জেনারেল রুমে সরিয়ে নিয়ে যাওয়া হবে তাঁকে’।
 প্রসঙ্গত গত শনিবার ১৮ জানুয়ারি মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে-তে দুর্ঘটনায় পড়ে অভিনেত্রী শাবানা আজমির গাড়ি। ঘটনায় আহত অভিনেত্রীকে অবিলম্বে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী পানভেল এমজিএম হাসপাতালে। টাটা সাফারি গাড়িতে পুনে থেকে মুম্বইয়ে ফিরছিলেন শাবানা। সেখানেই গাড়ির চালক কোনও গাড়িকে পরোতে গেলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। জাভেদ আখতার অক্ষত থাকলেও, আহত হন শাবানা আজমি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.