ম্যাচ জেতার জন্য এখন টস কোন কারণ না দাবি ভারত অধিনায়কের।
নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেটে টস জেতা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এতা আমার সকলেই জানি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের প্রতিটিতেই টস হেরেছে ভারত। তবুও সিরিজ ২-১ আ ভারতের। আর এইবার এই নিয়ে কথা বললেন অধিনায়ক বিরাট। আজ সিরিজ জেতার পর তিনি বলেন , “বিশ্বকাপের পরই নিজেরা কথা বলে ঠিক করেছিলাম যে টস জিতে সুবিধাজনক পরিস্থিতির আশা করব না।
আমরা দলগত ভাবে রান তাড়া পছন্দ করলেও টস হারলে আতঙ্কিত হব না। বরং টস হারলে মানসিক ভাবে ভাল পারফরম্যান্স করার জন্য বদ্ধপরিকর থাকতে হবে। আমরা আক্ষরিক অর্থেই টসকে গুরুত্বহীন করে দিয়েছি। বিপক্ষ আমাদের যা বলবে সেটা করার জন্য যতটা সম্ভব তৈরি থেকেছি। তাই টস হারলেও এই বিশ্বাস হারাইনি কারণ ফলাফল সপক্ষে আনার মত ক্রিকেট খেলার ক্ষমতা আমাদের রয়েছে। গত ছয়-আট মাস দুর্দান্ত উন্নতি করেছি আমরা।
আমরা দলগত ভাবে রান তাড়া পছন্দ করলেও টস হারলে আতঙ্কিত হব না। বরং টস হারলে মানসিক ভাবে ভাল পারফরম্যান্স করার জন্য বদ্ধপরিকর থাকতে হবে। আমরা আক্ষরিক অর্থেই টসকে গুরুত্বহীন করে দিয়েছি। বিপক্ষ আমাদের যা বলবে সেটা করার জন্য যতটা সম্ভব তৈরি থেকেছি। তাই টস হারলেও এই বিশ্বাস হারাইনি কারণ ফলাফল সপক্ষে আনার মত ক্রিকেট খেলার ক্ষমতা আমাদের রয়েছে। গত ছয়-আট মাস দুর্দান্ত উন্নতি করেছি আমরা।
কোন মন্তব্য নেই