লুঠের উদ্দেশ্যে দুষ্কৃতীদের হামলা, গুলিবিদ্ধ অষ্টম শ্রেনীর ছাত্র।
নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদে গুলিবিদ্ধ অষ্টম শ্রেনীর ছাত্র। রবিবার রাতে এই ঘটনা ঘটে মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়। অষ্টম শ্রেনীর ছাত্র তার কাকা উৎপল সেনের সাথে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় লুঠ করার উদ্দেশ্যে তাদের পথ আটকায় কিছু দুষ্কৃতীরা। স্কুটির সামনে দুষ্কৃতীরা চলে আসায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কাকা ভাইপো রাস্তায় পরে যায়। সূত্রের খবর, আহত ছাত্রের কাকা উৎপল সেন বহরমপুরের খাগড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন সোনার ব্যবসায়ী। এলাকায় তার একটি সোনার দোকান আছে। প্রতিদিন রাতে বাড়ি ফেরার সময় উৎপল সেন তার ভাইপো কে নিইয়ে বাড়ি ফেরেন। রবিবার রাতেও প্রতিদিনের ন্যায় তারা দুজন এক সাথে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দুষ্কৃতীদের সম্মুখিন হতে হয় তাদের। নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে গাড়ি নিয়ে পরে যায় এবং এবং ভয় পেয়ে পালাতে থাকেন। দুষ্কৃতীরাও তাদের পিছু নেয়। তাদের লক্ষ্য করে গুলি ছুরতে থাকে । কাকা গুলিতে আহত না হলেও তার ভাইপোর পেটে গুলি লাগে। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পরে এবং প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে। কাকা ভাইপোর চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে আস্তে শুরু করে। অবস্থা বুঝে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এলাকাবাসীরা আহত কাকা ভাইপোকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে উৎপল সেন কে হাসপাতাল থেকে ছেরে দেওয়া। আহত ছাত্রটি এখোন হাস্পাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের লকজনের দাবী একমাত্র লুঠকরার উদ্দেশ্যেই এই হামলা।
কোন মন্তব্য নেই