কপালে বন্দুক ঠেকিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
নজরবন্দি ব্যুরোঃ প্রথমে ফেসবুকের মাধ্যমে এক যুবকের সঙ্গে আলাপ হয় বছর ১৭র এক কিশোরীর। পরে কিছুদিন ফেসবুকেই কথা চলতে থাকে দুজনের। কিছুটা ভাললাগা তৈরি হয়। ক্রমেই ফেসবুকে দুজনের সম্পর্ক মজবুত হতে থাকে। এরপরই ওই যুবক কিশোরীকে বাড়ি থেকে কিছুটা দুরের একটি জায়গায় দেখা করতে বলে। সেইমত একদিন ওই কিশোরী যুবকের সঙ্গে দেখা করতে যায়। দেখা হওয়ার পর ওই যুবক সহ আরও তিনজন কিশোরীর মাথায় বন্দুক তাক করে রেখে লাগাতার গণধর্ষণ করে বলে অভিযোগ।
এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেরঠের আমরোহায়। শনিবার ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা ছাত্রী। ঘটনার তদন্তে নেমে পুলিশ ১ জনকে গ্রেফতার করে। তবে এখনও অধরা অভিযুক্ত তিন জন। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর সংবাদ মাধ্যমে নির্যাতিতা কিশোরী জানিয়েছে, স্থানীয় এক প্রভাবশালী সন্ন্যাসী মহান্তের ঘনিষ্ঠ হওয়ায় তিন জনকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।
এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেরঠের আমরোহায়। শনিবার ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা ছাত্রী। ঘটনার তদন্তে নেমে পুলিশ ১ জনকে গ্রেফতার করে। তবে এখনও অধরা অভিযুক্ত তিন জন। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর সংবাদ মাধ্যমে নির্যাতিতা কিশোরী জানিয়েছে, স্থানীয় এক প্রভাবশালী সন্ন্যাসী মহান্তের ঘনিষ্ঠ হওয়ায় তিন জনকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।
কোন মন্তব্য নেই