Header Ads

মিটুর বিতর্কে আরো বিপাকে অরিন্দম শীল। রূপাঞ্জনার পাশে এসে দাঁড়ালেন তাঁর স্ত্রী

নজরবন্দি ব্যুরো :মিটু ইতিমধ্যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছে।অভিনেত্রী রূপাঞ্জনা অভিনেতা পরিচালক অরিন্দম শীলের মিটুর বিতর্কে অভিনেত্রীর পাশে এসে দাঁড়ালেন পরিচালকের প্রথম স্ত্রী তনুরুচি শীল। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে কিছুদিন আগেই রূপাঞ্জনা অশালীন আচরণের অভিযোগ করেন। ভুমিকন্যা নামক এক ধারাবাহিকে স্ক্রিপ্ট পড়ার জন্য পরিচালক তাঁকে ফাঁকা অফিসে ডাকে।তাঁর গায়ে হাত দেন এবং অশালীন আচরণ করেন। তাঁর কিছুক্ষনের মধ্যে তার স্ত্রী শুক্লা চলে আসতে তিনি ভদ্র স্বামীতে রূপান্তরিত হনা। তিনি আরো জানান ,সেই সময়ে তিনি অভিযোগ করতে পারেননি কারন তিনি চ্যানেলের সাথে চুক্তিতে ছিলেন। তাছাড়া তিনি একজন মেয়ে সমাজের কথা ভেবে তিনি প্রথমে অভিযোগ করতে পারেননি।রূপাঞ্জনার এই অভিযোগের বিরুদ্ধে পরিচালক অরিন্দম শীল জানান,সেই দিন তাঁর অফিসে স্টাফেরা ছিল ,এবং রূপাঞ্জনা তাঁর স্ত্রীর সাথে অনেক্ষন গল্প ও করেন। পরের দিনই নাকি অভিনেত্রী তাঁকে মেসেজ করেন।
এইবার রূপাঞ্জনার পাশে এসে দাঁড়ালেন অরিন্দমের প্রথম স্ত্রী তনুরুচি শীল। যদি ও তনুরূচির সাথে অরিন্দমের বিচ্ছেদ হয়নি। অভিনয় সূত্রেই অনুরূচি আর অরিন্দমের প্রেম আর বিয়ে ১৯৯২ সালে তাদের বিয়ে হয়। পরে ২০০৩ সালে অরিন্দম ডিভোর্সের মামলা দায়ের করেন। কিন্তু সেই মামলা খারিজ হয়ে গেছে। এখন ও আইনি ভাবে তিনি অরিন্দম শীলের স্ত্রী কিন্তু উনি থাকেন শুক্লা দাসের সাথে। তনুরুচি আরো জানান, তিনি আর শুক্লা একই কম্পানিতে কাজ করতেন। সেই থেকেই শুক্লার সাথে তাঁর স্বামীর ঘনিষ্ঠতা বাড়ে। এছাড়া তাঁরা যৌথ ভাবে বেলেঘাটায় একটি ফ্ল্যাট কেনেন।সেই ফ্ল্যাট থেকে অরিন্দম শীল তাঁকে বাদ দিয়েছে ।কারণ সেই সময়ে অরিন্দম শীল বাম সরকারের ঘনিষ্ঠ ছিল কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রসরের সুবিধে পাচ্ছে। তিনি রূপাঞ্জনার পক্ষ নিয়ে বলেছেন তিনি চান যাতে সকলে অরিন্দম শীলের আসল রুপটি দেখতে পায়। অরিন্দম শীল তাঁর স্ত্রী তনুরূচির বিরুদ্ধে বলেন, তিনি ও তনুরুচি একত্রে মিলেই ফ্ল্যাটটা কিনেছিলেন। কিন্তু অরিন্দম শীল ফ্যাটটা কিনে নিতে চেয়েছিলেন।কিন্তু কোর্টের দিন তনুরুচি আসেননি।নির্দেশক বলেন,আমার ব্যাক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে আক্রমন করা হচ্ছে আমি তনুরূচির বিরুদ্ধে মানহানির মামলা করবো ভাবছি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.