Header Ads

বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন জগতপ্রকাশ নড্ডা

নজরবন্দি ব্যুরোঃ গত জুনেই বিজেপির সভাপতি পদ থেকে সরে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন অমিত শাহ। একইসাথে স্বরাষ্ট্রমন্ত্রক ও দলের সভাপতির দায়িত্ব সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছিল তাঁকে। তাই নিজে থেকেই সভাপতি পদ থেকে অব্যাহতি চায়েছিলেন তিনি। সেইমত নতুন সভাপতি নির্বাচনের জন্য তৎপরতাও সুরু হয়ে যায়। সোমবার বিজেপির সদর অফিসে সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। দিল্লিতে বিজেপির সদরে আজ জড় হয়েছেন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকড়ীরা সহ একাধিক হেভিওয়েট নেতারা।
 ১০টা থেকেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। কেউ মনোনয়ন জমা দেওয়ার পর যদি ফিরিয়ে নিতে চান তাহলে আড়াইটের মধ্যে জমা করতে হবে। মনোনয়নের সব প্রক্রিয়া শেষ হলে ভোটাভুটির সম্ভবনা রয়েছ। তবে নতুন সভাপতি কে নির্বাচিত হচ্ছেন তা নিয়ে দলের অন্দরমহলে মোদী-শাহের ঘনিষ্ঠ জগত্প্র্কাশ নড্ডার নাম উঠে আসে বলে সূত্রের খবর।
তবে সমালচকদের একাংশের বক্তব্য, আগামী দিন গুলিতে অমিত শাহ দলের সভাপতি না থাকলেও বাইরে থেকেই তিনি দলের কলকাঠি নাড়াবেন। তবে বিষয়টি মানতে নারাজ বিজেপি। নতুন সভাপতির নাম প্রস্তাব করবেন অমিত শাহ সহ একাধিক নেতা। নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতিকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হবে। নির্বাচন প্রক্রিয়া এখনও শেষ না হলেও নড্ডাই বিজেপির সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন সে ব্যাপারে নিশ্চিত করে জানিয়েছেন খোদ রাজনাথ সিং। নড্ডা হিমাচলপ্রদেশের বিধানসভা কেন্দ্র থেকে তিনবারের বিধায়ক ছিলেন। পরে সাংসদও হন। নমো সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন নড্ডা। অনেক ছোট থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত নড্ডা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.