Header Ads

সিএএ নিয়ে আন্দোলনে তৃণমূল, ক্ষুব্ধ মতুয়া মহাসংঘ

নজরবন্দি ব্যুরোঃ উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে বসবাসরত বাংলাদেশ থেকে আগত মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে সিএএ ও এনআরসির বিরুদ্ধে জায়গায় জায়গায় আন্দোলনে নামার ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জায়গায় তৃণমূলের পক্ষ থেকে আন্দোলন করলেও একটিতেও উপস্থিত ছিলেন না প্রাক্তন তৃণমূল সাংসদ তথা মতুয়া মহা সংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। এদিকে গত মঙ্গলবার থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ধর্ণায় বসে তৃণমূল। সেখানেও একই ছবি। হাজির ছিলেন না মমতাবালা ঠাকুর। মতুয়া মহা সংঘের প্রায় সব ভক্তই বহুদিন ধরেই নাগরিকত্বের দাবি জানাচ্ছিলেন।
 কিন্তু কেন্দ্র সরকার যখন তাঁদেরকে পাকাপাকি ভাবে নাগরিকত্ব দিতে চাইছে তখন অধিকাংশ ভক্তই এনআরসি ও সিএএয়ের বিরুদ্ধে প্রতিবাদে নামতেই চাইছেন না। উল্টে তাঁরা এই আইনকে সমর্থন করছেন বলে সূত্রের খবর। ফলত সিএএ ইস্যুতে মতুয়াদের নিয়ে তৃণমূলের আন্দোলনে নেমে পড়ায় ক্ষোভ বাড়ছে ঠাকুর পরিবারের অন্দরে। তাই শারীরিক অসুস্থতার অজুহাতে একবারও ধর্নায় আসেননি মমতাবালা ঠাকুর। যা নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। এমনকি তৃণমূলের তরফে মতুয়াদের নিয়ে আয়জিত সিএএ বিরোধী আন্দোলন কমিটিতে নেই ঠাকুর পরিবারের কেউই। এমনকি কমিটিতে নেই মমতাবালাও। তবে মমতাবালা ঠাকুরকি এবার দলত্যাগী হতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.