Header Ads

অভিনেত্রীদের স্বপ্নের চরিত্র নটী বিনোদিনী। এইবার নটী বিনোদিনী বেশে ঐশ্বর্য

নজরবন্দি ব্যুরো :নটী বিনোদিনী কে নিয়ে বাংলার ছোট পর্দা আর বড় পর্দায় বহুবার কাজ হয়েছে। কিন্তু এইবার বড়পর্দায় আসতে চলেছে নটী বিনোদিনী। নির্দেশক প্রদীপ সরকারের প্রথম ছবি 'পরিনিতা'। এই ছবি বিদ্যা বালানের ও বড় পর্দায় প্রথম কাজ। এইবার প্রদীপ সরকার বড়পর্দায় নিয়ে আসছেন নটী বিনোদিনী।
 কিন্তু এই ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল বিদ্যা বালানের। কিন্তু সব শেষে নটী বিনোদিনী বেশে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। ঐশ্বর্য- র পছন্দ হয়েছে চিত্রনাট্য।শুধু সই করার অপেক্ষা। কিন্তু প্রথমে চরিত্রটির জন্য বাছা হয়েছিল বিদ্যা বলেন কে। পরিচালক প্রদীপ সরকারের সাথে কথা ও হয় বিদ্যার। কিছু কথা না এগানো তে বেছে নেওয়া হয় ঐশ্বর্য কে। বিনোদিনী দাসীর জীবনের কিছু বিশেষ পর্ব কে ছবিতে তুলে ধরা হবে। যে কোন অভিনেত্রীর কাছে নটী বিনোদিনী চরিত্র হলো খুবই লোভনীয় চরিত্র। কিন্তু এই চরিত্রটি কে অভিনয় দিয়ে ফুটিয়ে তোলা অত্যন্ত শক্ত কাজ। সেই কারণেই পরিচালক প্রথমে বেছে নিয়েছিলেন বিদ্যা বালান কে কিন্তু কথা না এগোনোর জন্য তিনি বেছে নিলেন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.