Header Ads

উত্তরপ্রদেশে দুই তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে খুন।

নজরবন্দি ব্যুরো ঃ প্রথমে ধর্ষণ এবং পড়ে পুড়িয়ে মারা আজকের সময়ের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। সম্প্রতি এমনি দুটি ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের দুটি জায়গায় বিজনৌর এবং বাহরাইচ এলাকায় ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করা হয়েছে দুজনকে। প্রথম ঘটনাটি ঘটে বিজনৌর গ্রামে। শুক্রবার সন্ধায় গ্রামের পাশে একটা কুড়েঘড়ের কাছে এক মহিলার দগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটির পাশে পাওয়া গেছে তিনটি কার্তুজ। যা থেকে পুলিশের ধারনা ধর্ষন করার পড়ে মহিলাকে গুলি করা হয় এবং তার পড়ে মৃত্যু নিশ্চিত করতে তাকে পুড়িয়ে দেওয়া হয়। মহিলাটির দেহ এমন ভাবে পুড়েছে যার কারনে তার পরিচয় সনাক্ত করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি। দ্বিতীয় ঘটনাটি উত্তরপ্রদেশের বহরাইচ এলাকার। বহরাইচ এলাকার একটি জঙ্গলের ধারে ২০ বছরের এক তরুণীর নগ্ন-দগ্ধ মৃতদেহ পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার রবিন্দ্র সিং জানান, তরুণীকে ধর্ষণ করার পড়ে তার মুখ পুরিয়ে দেওয়া হয়েছে। শরীরে কোন জামা কাপর ছিল না। মুখটি পুড়ে যাওয়ায় তরুণীর পরিচয় জানা জায়নি। তবে তদন্তে জানা যাচ্ছে, তরুণী ওই গ্রামের বাসিন্দা নয়। হয়ত তাকে বাইরে কথাও খুন করে এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে। রবিন্দ্র সিং আরও বলেন, অভিযুক্তরা এখন অধরা তবে খুব তারাতারি তাঁরা পুলিশি হেফাজতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.