তুমুল তুষারপাতের জেরে পাকিস্তানে কমপক্ষে ১০৪ জনের মৃত্যু
এই তুষার পাতের জেরে আহত হয়েছেন আরও অনেক মানুষ। অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে সে দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীতেও তুষারপাত চলবে। বেশ কয়েকটি পাহাড় লাগোয়া এলাকায় তীব্র তুষারপাতের সম্ভবনা রয়েছে। দেশের প্রশাসন সূত্রে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারন করছে। বেলুচিস্তান সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের দুর্যোগ মোকাবিলা দল জোর কদমে কাজ শুরু করেছে। সরকারের তরফে ইতিমধ্যেই অনেককেই নিরাপদ জায়গায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে হিমবাহে ধস নামে। সেই ধসের জেরেও প্রান হারিয়েছেন ৭৭। কমপক্ষে ৫৬ জন আহত হয়েছেন।

No comments