Header Ads

পথ দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী সাবানা আজমি

নজরবন্দি ব্যুরো : কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি হলেন পথ দুর্ঘটনায় গুরুতর আহত। মুম্বাই পুনে এক্সপ্রেসেওয়েতে ঘটে এই দুর্ঘটনা। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের MJM হাসপাতালে ভর্তি।গাড়িতে শাবানা আজমি তাঁর স্বামী জাবেদ আখতারও উপস্থিত ছিলেন। কিন্তু জাবেদ আখতার এই ঘটনায় বিশেষ জখম হননি। 
ঘটনাটি ঘটে মুম্বাই পুনে একটি টোল প্লাজার সামনে। একটি ট্রাকের সাথে শাবানা আজমির গাড়ির ধাক্কা লাগে। তাঁর গাড়িটি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ট্রাকটির সাথে শাবানা আজমির গাড়ির সামনা সামনি ধাক্কা লাগে না তাঁর গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে তা এখন জানা যায়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.