"বন্দেমাতরম না বললে ভারতে থাকার অধিকার নেই!" বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।
নজরবন্দি ব্যুরোঃ "বন্দেমাতরম না বললে ভারতে থাকার অধিকার নেই। দেশের উন্নতি হওয়ার জন্য নাগরিকদের দায়বদ্ধ থাকা প্রয়োজন।" ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসে। তারপর থেকেই হিন্দুত্ববাদি মনভাবাপন্ন মানুষের উৎপত্তি বাড়তে দেখা যায়। তার সাথে কট্টরপন্থী ও জাতীয়তাবাদী মানুষের প্রভাব দেশে বাড়তে দেখা যায়।
এর প্রভাব পরতে থাকে দেশবাসীর জীবন যাপনের অপরে। জয় শ্রী রাম, বন্দেমাতরম, ভারত মাতার জয় না বলার কারণে হেনস্থার শিকার হতে হয়েছে অনেককে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জীকেও জয় শ্রী রাম শুনে ক্ষিপ্ত হতে দেখা গেছে। এমনকি জয় শ্রী রাম বলার কারণে তিন ব্যক্তিকে গ্রেফতারও করিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপচন্দ্র সারেঙ্গী দেশবাসীর উদ্দেশ্য বললেন, বন্দেমাতরম না বললে ভারতে থাকার দরকার নেই। গুজরাটের সুরাটে CAA-র সমর্থনে আয়োজিত একটি সভায় এই মন্তব্য করে বলেন
বন্দেমাতরম যারা বলতে চান না তাদের এই দেশে থাকার অধিকার নেই। দেশের উন্নতি করার জন্য প্রয়োজন দেশের প্রতি দেশবাসীর ভালোবাসা ও দায়বদ্ধ থাকা। তবেই দেশ উন্নত হবে। তিনি বলেন, সংশোধনী নাগরিকত্ব আইন হল ৭২ বছর পূর্বে কংগ্রেসের দ্বারা হওয়া ভুলের সংশোধন।
এর প্রভাব পরতে থাকে দেশবাসীর জীবন যাপনের অপরে। জয় শ্রী রাম, বন্দেমাতরম, ভারত মাতার জয় না বলার কারণে হেনস্থার শিকার হতে হয়েছে অনেককে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জীকেও জয় শ্রী রাম শুনে ক্ষিপ্ত হতে দেখা গেছে। এমনকি জয় শ্রী রাম বলার কারণে তিন ব্যক্তিকে গ্রেফতারও করিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপচন্দ্র সারেঙ্গী দেশবাসীর উদ্দেশ্য বললেন, বন্দেমাতরম না বললে ভারতে থাকার দরকার নেই। গুজরাটের সুরাটে CAA-র সমর্থনে আয়োজিত একটি সভায় এই মন্তব্য করে বলেন

No comments