এবার দীপিকা কে ছেড়ে আলিয়ার দিকে হাত বাড়ালেন সঞ্জয়
নজরবন্দি ব্যুরোঃ এবার দীপিকা নয় এবার আলিয়া খবরটি ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি সঞ্জয়লীলা বানশালির নতুন সিনেমায় অভিনয় করছেন আলিয়া ভাট।ছবির নাম 'গাঙ্গুবাই কাঠিওয়াড়ি' খবরটি বলি পাড়ায় পুরানো খবর। এই ছবিটি হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস 'মাফিয়া কুইন অফ মুম্বাই ' অবলম্বনে।এই কাহিনী মুখ্য চরিত্র গাঙ্গুবাই।তিনি গুজরাটের কাঠিয়ালের বসবাস করতেন।ছোটবেলাতেই তাঁকে জোর করে দেহ ব্যাবসাতে নামানো হয়। ছেলেবেলা থেকে গাঙ্গুবাই এর অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল। তবে মাত্র ১৬ বছর বয়সেই তিনি তাঁর বাবার এক কর্মচারীর প্রেমে পরেন আর তাকে বিয়ে করে মুম্বাই চলে আসেন। কিন্তু সেই ব্যাক্তি তাকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।তিনি রাজত্ব করেন কামতাপুর এলাকায়।
সেই সময়ে গাঙ্গুবাই বহু যৌনকর্মী ও অনাথ শিশুদের জন্য কাজ করেছিলেন।কিন্তু কোন মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তিনি দেহ ব্যাবসা করাতেন না।তবে গাঙ্গুবাই এর চরিত্রে আলিয়াকে কেমন দেখাবে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সব জল্পনা কাটিয়ে সামনে এল আলিয়ার গাঙ্গুবাঈ এর লুক।তার সাথে মুক্তি পেল গাঙ্গুবাঈ এর নতুন দুটি পোস্টার।প্রথম ছবিটিতে গাঙ্গুবাঈ এর অল্প বয়স ধরা পড়েছে। লাল স্কার্ট, নীল ব্লাউজ, মাথায় দুটি বেনী,এক হাতে সবুজ কাচে চুরি,কপালে লাল টিপ। পোস্টারটিতে আলিয়াকে বেশ খোলামেলা দেখাচ্ছে। দ্বিতীয় পোস্টারটিতে গাঙ্গুবাঈ এর সম্পূর্ণ আলাদা রূপে ধরা পড়েছে। কালো কাজলে ভর্তি চোখ আর কপালে লালা টিপ।বেশ কঠিন মেজাজে ধরা দিয়েছে অভিনেত্রী।তবে জানা যাচ্ছে গাঙ্গুবাঈ চরিত্রে নির্দেশক প্রথমে বেছে নিয়েছিলেন রানী মুখার্জিকে। রানী না করায় আলিয়া ভাটকে বেছে নেওয়া হয়।
সেই সময়ে গাঙ্গুবাই বহু যৌনকর্মী ও অনাথ শিশুদের জন্য কাজ করেছিলেন।কিন্তু কোন মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তিনি দেহ ব্যাবসা করাতেন না।তবে গাঙ্গুবাই এর চরিত্রে আলিয়াকে কেমন দেখাবে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সব জল্পনা কাটিয়ে সামনে এল আলিয়ার গাঙ্গুবাঈ এর লুক।তার সাথে মুক্তি পেল গাঙ্গুবাঈ এর নতুন দুটি পোস্টার।প্রথম ছবিটিতে গাঙ্গুবাঈ এর অল্প বয়স ধরা পড়েছে। লাল স্কার্ট, নীল ব্লাউজ, মাথায় দুটি বেনী,এক হাতে সবুজ কাচে চুরি,কপালে লাল টিপ। পোস্টারটিতে আলিয়াকে বেশ খোলামেলা দেখাচ্ছে। দ্বিতীয় পোস্টারটিতে গাঙ্গুবাঈ এর সম্পূর্ণ আলাদা রূপে ধরা পড়েছে। কালো কাজলে ভর্তি চোখ আর কপালে লালা টিপ।বেশ কঠিন মেজাজে ধরা দিয়েছে অভিনেত্রী।তবে জানা যাচ্ছে গাঙ্গুবাঈ চরিত্রে নির্দেশক প্রথমে বেছে নিয়েছিলেন রানী মুখার্জিকে। রানী না করায় আলিয়া ভাটকে বেছে নেওয়া হয়।


No comments