অ্যাসিড আক্রান্তের চেহারা জন্য দীপিকা কে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল
নজরবন্দি ব্যুরো :গত শুক্রবার মুক্তি পেল মেঘনা গুলজার পরিচালিত ছবি 'ছপক'। এই ছবিতে দীপিকা পাডুকোন অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছে। এই ছবিতে দীপিকা থেকে মালতী হয়ে ওঠা ছিল খুবই কঠিন কাজ। স্বাভাবিক মেয়ে থেকে একেবারে অ্যাসিড আক্রান্ত একটি মেয়ে হয়ে ওঠা।
অ্যাসিড আক্রান্তের চেহারা জন্য দীপিকা কে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল। খ্যাতনামা মেকআপ শিল্পী ক্লোভার উটন এই ছবিতে প্রস্থেটিক মেকআপ করেছেন। তাঁর হাতের জাদুতে দীপিকা হয়ে উঠতে পেরেছে মালতী। প্রস্থেটিক মেকআপ করার জন্য রয়েছে বেশ কয়েকটি ধাপ। এই মেকাআপ করার জন্য প্লাস্টার অফ প্যারিস দিয়ে অভিনেত্রীর মুখের মাপ নেওয়া হয়। এর পরেও রয়েছে বেশ কয়েকটি ধাপ। প্লাস্টার অফ প্যারিস দিয়ে চোখ, মুখ ঢেকে থাকা সহজ নয় এটি অত্যন্ত কঠিন কাজ। তবে ছবির পরিচালক মেঘনা গুলজার জানিয়েছেন তিনি কখনই চাননি দীপিকাকে লক্ষী আগরওয়ালের মত লাগুক। দীপিকা যদি একটি সাধারণ মেয়ে হয় আর তিনি যদি অ্যাসিড আক্রান্ত হন তাহলে তাঁকে যেমনটা দেখাবে তিনি তেমনটাই চেয়েছিলাম।
অ্যাসিড আক্রান্তের চেহারা জন্য দীপিকা কে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল। খ্যাতনামা মেকআপ শিল্পী ক্লোভার উটন এই ছবিতে প্রস্থেটিক মেকআপ করেছেন। তাঁর হাতের জাদুতে দীপিকা হয়ে উঠতে পেরেছে মালতী। প্রস্থেটিক মেকআপ করার জন্য রয়েছে বেশ কয়েকটি ধাপ। এই মেকাআপ করার জন্য প্লাস্টার অফ প্যারিস দিয়ে অভিনেত্রীর মুখের মাপ নেওয়া হয়। এর পরেও রয়েছে বেশ কয়েকটি ধাপ। প্লাস্টার অফ প্যারিস দিয়ে চোখ, মুখ ঢেকে থাকা সহজ নয় এটি অত্যন্ত কঠিন কাজ। তবে ছবির পরিচালক মেঘনা গুলজার জানিয়েছেন তিনি কখনই চাননি দীপিকাকে লক্ষী আগরওয়ালের মত লাগুক। দীপিকা যদি একটি সাধারণ মেয়ে হয় আর তিনি যদি অ্যাসিড আক্রান্ত হন তাহলে তাঁকে যেমনটা দেখাবে তিনি তেমনটাই চেয়েছিলাম।

No comments