বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে হাতির আক্রমণে মৃত্য প্রায় ৮ জনের।
নজরবন্দি ব্যুরো ঃ দক্ষিণবঙ্গে দিনে দিনে হাতির তান্ডব বেরেই চলেছে। হাতির আক্রমণে মৃতূর সংখ্যা বাড়ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় একই ঘটনার খবর পাওয়া যাচ্ছে। নতুন বছরের শুরুতেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বিষ্ণুপুর এলাকায় অন্তত আট জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার ঘুচিশোল গ্রামে বৃহস্পতিবার রাতে হাতির আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির। চব্বিশ ঘণ্টার মধ্যেই ৩৫ বছরের কালীপদ মাহাতো এক ব্যক্তি মারা যান, ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের জেলার শালবনী থানার ঢেঙাশোল গ্রামে। সূত্রের খবর, শুক্রবার রাতে ঢেঙাশোল গ্রামে ঢুকে পরে পাঁচটি হাতির একটি দল। গ্রামের বাড়ি ঘড় ভাঙচুর করে হাতির দল। গ্রামের লোকজনের বাড়ন না শুনে কালীপদ মাহাতো হাতি গুলিকে তাড়িয়ে সামনের দিকে এগিয়ে যান। তিনি একটি হাতির সামনে পরে যাওয়ায় হাতীটি শুর দিয়ে পেঁচিয়ে ছুড়ে ফেলে তাকে ও পা দিয়ে পিষে মেরে ফেলে। বেশ কিছু ধরে প্রায় প্রতিদিনই হাতির আক্রমণে কোন না কোন ব্যক্তির মৃত্যু ঘটেই চলেছে। এই প্রসঙ্গে মেদিনীপুরের বন বিভাগের আধিকারিক সন্দীপ বেরওয়াল জানান, মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি সাধারণ মানুষকে সতর্ক হওয়ার কথাও বলেছেন। হাতি লোকালয়ে চলে এলে কি কড়া উচিৎ এবং হাতি যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে সেই বিষয়েও লক্ষ্য রাখতে হবে।

No comments