রাজ্যের এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য নয়া সুবিধা, খুশি শিক্ষকরা
এমএসকে ও এসএসকে শিক্ষকদের আপাতত পার্শ্বশিক্ষক স্তরে উন্নীত করা না হলেও একাধিক সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। তবে তার জন্য শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের রাজ্য সরকারের কাছে বেশ কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে৷ কি কি সুবিধা পেতে চলেছেন তাঁরা , সেই নিয়েই নয়া নির্দেশিকাও প্রকাশিত হয়েছে৷
এক নজরে দেখে নেওয়া যাক, কি রয়েছে সেই নির্দেশিকায়-
১. প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের জন্য ১০হাজার টাকা, ১৩ হাজার টাকা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের জন্য ও বিশেষ শিক্ষকদের ১২হাজার ৫০০টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন বাবদ।
২. সমস্ত সরকারি কর্মচারীদের মত ৬০বছর বয়স অবধি চাকরি করতে পারবেন শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা।
৩. বার্ষিক ব্যক্তিগত ছুটির ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। ক্যাজুয়াল লিভের জন্য বছরে মোট ১৪ দিন, শারীরিক অসুস্থতার জন্য ২০ দিন, মহিলাদের প্রেগনেন্সির জন্য ১৮০ দিন, মিসক্যারেজ হলে ৬ সপ্তাহ, শিশু দত্তক নিলে ১৩৫ দিন পর্যন্ত বার্ষিক ছুটি পাবেন।
৪.স্বাস্থ্যসাথীতে নাম অন্তর্ভুক্তির পাশাপাশি পিএফের সুবিধা থাকছে শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের জন্য।

No comments