Header Ads

রাজ্যের এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য নয়া সুবিধা, খুশি শিক্ষকরা

নজরবন্দি ব্যুরোঃ এমএসকে ও এসএসকে শিক্ষকদের জন্য নয়া সুখবরের ঘোষণা করল রাজ্য সরকার। বহুদিন ধরেই একাধিক দাবিতে পথে নেমে লাগাতার আন্দোলন-বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা। তাঁদের মূল দাবি ছিল বেতন বৃদ্ধি। তাঁদের অভিযোগ ছিল রাজ্য সরকার তাঁদেরকে নানান সরকারি সুবিধা থেকে বঞ্চিত করছে। ফলে শিক্ষক হিসাবে তাঁদের সম্মান হানি হচ্ছে। তাঁদের পার্শ্বশিক্ষক পদে উন্নীত করারও দাবি ওঠে। এরপর মহানগরী কলকাতার বুকে অনশনে বসে যান রাজ্যের এসএসকে ও এমএসকে শিক্ষকরা। অনশনের জেরে রাজ্য সরকারের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়৷ তাঁদের দাবি-দাওয়া নিয়ে পর্যালোচনা করার কথাও জানানো হয়েছিল সরকারের তরফে। এবার তা বাস্তবায়নের পথে।
 এমএসকে ও এসএসকে শিক্ষকদের আপাতত পার্শ্বশিক্ষক স্তরে উন্নীত করা না হলেও একাধিক সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। তবে তার জন্য শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের রাজ্য সরকারের কাছে বেশ কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে৷ কি কি সুবিধা পেতে চলেছেন তাঁরা , সেই নিয়েই নয়া নির্দেশিকাও প্রকাশিত হয়েছে৷
এক নজরে দেখে নেওয়া যাক, কি রয়েছে সেই নির্দেশিকায়-
১. প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের জন্য ১০হাজার টাকা, ১৩ হাজার টাকা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের জন্য ও বিশেষ শিক্ষকদের ১২হাজার ৫০০টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন বাবদ।
 ২. সমস্ত সরকারি কর্মচারীদের মত ৬০বছর বয়স অবধি চাকরি করতে পারবেন শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা।
 ৩. বার্ষিক ব্যক্তিগত ছুটির ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। ক্যাজুয়াল লিভের জন্য বছরে মোট ১৪ দিন, শারীরিক অসুস্থতার জন্য ২০ দিন, মহিলাদের প্রেগনেন্সির জন্য ১৮০ দিন, মিসক্যারেজ হলে ৬ সপ্তাহ, শিশু দত্তক নিলে ১৩৫ দিন পর্যন্ত বার্ষিক ছুটি পাবেন।
 ৪.স্বাস্থ্যসাথীতে নাম অন্তর্ভুক্তির পাশাপাশি পিএফের সুবিধা থাকছে শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের জন্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.