Header Ads

আসছে শিবপ্রসাদ ও নন্দিতা র নতুন ছবি ‘অন্ত্যেষ্টি ডট কম’।

নজরবন্দি ব্যুরোঃ শিবপ্রসাদ ও নন্দিতা র নতুন ছবি অন্ত্যেষ্টি.কম। শিবপ্রসাদ মুখ্যাজী ও নন্দিতা রায় মানেই এক কথায় সুন্দর ছবি।আট থেকে আশি সমান ভাবে উপভোগ করে তাদের ছবি। এবার তাঁরা দর্শকদের উপহার দিতে চলেছে 'অন্ত্যেষ্টি.কম'। আবার আরেকটি সুন্দর গল্প উপহার দিতে চলেছে এই যুগল নির্দেশক।বর্তমান সময়ে দাঁড়িয়ে আমারা আমাদের বিশেষ দিন গুলি সুন্দর করে কাটাতে চাই। সেই দিন গুলি সেলিব্রেট করার জন্য থাকে বিভিন্ন প্ল্যান। কিন্তু এই সমস্ত কাজ নিজের হাতে সামলানো মুশকিল। তাই আমরা এখন প্ল্যানারদের সাহায্য নিয়ে থাকি।যেমন ওয়েডিং প্ল্যনার, বার্থডে প্ল্যনার। কিন্তু আমাদের প্রিয়জনের অন্ত্যেষ্টির জন্য কোন প্ল্যান করিনা।কিন্তু সত্যি কী প্রিয়জনের অন্ত্যেষ্টির জন্য প্ল্যান করা সম্ভব।নিজের কাছের মানুষটি কে হারিয়ে নিজেকে সামলানই দুষ্কর হয়ে ওঠে।
সেই জন্য অন্ত্যেষ্টির কথা মাথায় রেখে কলকাতার শ্রুতি রেড্ডি তৈরি করেছেন ফিউনারেল প্ল্যানারের কনসেপ্টটি।শ্রুতি রেড্ডির জীবনের এই গল্প নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা।এখনো পর্যন্ত গল্প ঠিক করেছেন নির্দেশরা।ছবির শুটিং শুরু হতে বেশ কিছু দিন সময়ে রয়েছে।তাছাড়া এই বছর মার্চ মাসে নারী দিবসের দিন মুক্তি পাচ্ছে তাদের প্রোডাকশনের এর নতুন ছবি 'ব্রহ্মা জানে গোপন কম্মোটি'। আগের বছর নারী দিবসের দিন মুক্তি পেয়েছিল তাদের প্রোডাকশনের ছবি 'মুখার্জি দার বউ'। যা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তাই এই বছরও নারী দিবসের দিনকেই বেছে নিয়েছেন শিবপ্রসাদ ও নন্দিতা এই নারীকেন্দ্রিক ছবি 'ব্রহ্মা জানে গোপন কম্মোটি' মুক্তির জন্য। ছবিটি নির্দেশনা করেছেন অরিত্র মুখোপাধ্যয়। এটিতে অভিনয় করেছেন ঋতভারী চক্রবর্তী ও কাবির সিং খ্যাত অভিনেতা সহম মজুমদার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.