Header Ads

২১-এ রাজ্যের ক্ষমতায় বিজেপি; দেশের সম্পত্তি নষ্ট করলেই চলবে গুলিঃ নন্দীগ্রামে দিলীপ।

নজরবন্দি ব্যুরোঃ গুলি চালানো নিয়ে নিজের মন্তব্যে অনড় রইলেন দিলীপ ঘোষ, বাড়ল বিতর্ক। আজ নন্দীগ্রামে বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কথা বলেন।
এদিন নন্দীগ্রামের সভা থেকে দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমন করে বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিশৃঙ্খলা হচ্ছে, অশান্তি ছড়াচ্ছে রাজ্যে। শুভেন্দু অধিকারীকে অন্য আসন দেখে নিতে বলে তিনি জানান বিজেপির জেলা সভাপতি যিনি এদিন মার খেয়েছেন বলে অভিযোগ পুলিশের হাতে তাকে ২০২১ সালে নন্দীগ্রাম আসন থেকে বিজেপি-র টিকিটে জিতিয়ে নিয়ে যাওয়া হবে। পুলিশ কে হুশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতার পরিবর্তন হবে আমরা ক্ষমতায় আসব সেদিন হিসেব বুঝে নেওয়া হবে।
পাশাপাশি নাম না করে ঐশী ঘোষের আক্রান্ত হওয়ায় বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কানহাইয়া কুমারকেও আক্রমন করেন তিনি।
পাশাপাশি এদিনের সভা থেকে তিনি ঘোষ করেন ২০২১ নির্বাচনে রাজ্যে বিজেপি-র জয় নিশ্চিত। এদিন তিনি দৃপ্ত কন্ঠে জানান রাজ্যের পালাবদল ঘটবে ২০২১ সালে।
অন্যদিকে রানাঘাটের সেই বিতর্কিত গুলি চালানোর নিদান এদিন আবার দেন বিজেপি রাজ্য সভাপতি। উল্লেখ্য,  সরকারি সম্পত্তি নষ্ট করা হলে উত্তরপ্রদেশের মতো এই রাজ্যেও গুলি চালানো হবে বলে রানা ঘাটের সভা থেকে মন্তব্য করেছিলেন তিনি, যে মন্তব্যকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় "দায়িত্বজ্ঞানহীন মন্তব্য" বলে তোপ দেগেছিলেন ট্যুইটে। এদিন নন্দীগ্রামের সভা থেকে আবার সেই একই মন্তব্য করেন দিলীপ ঘোষ।
প্রশ্ন উঠছে ক্ষমতায় এলে কি সরকারি সম্পত্তি নষ্ট কারীদের ওপর গুলি চালানোর জন্যে বিশেষ আইন প্রয়োগ করতে বিধানসভায় উদ্যোগ নেবে বিজেপি?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.