পুরভোটের কথা মাথায় রেখেই কমিশনারেট পদের রদ বদলের সিদ্ধান্ত রাজ্য সরকারের।
নজরবন্দি ব্যুরোঃ হাওড়ার পুলিশ কমিশনার সহ কমিশনারেটের বিভিন্ন পদে বদলির সিদ্ধান্ত রাজ্য সরকারের। হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা কে বদলি করে সেই পদে নিযুক্ত হচ্ছেন কুণাল আগরওয়াল। কুণাল আগরওয়াল এর আগে বিধাননগরের যুগ্ম কমিশনার পদে ছিলেন। বুধবার রাজ্য সরকার এক নির্দেশিকার মাধ্যমে এই কথা জানান। গৌরব শর্মা কে হাওড়ার কমিশনার পদ থেকে সরিয়ে রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিজি পদে নিযুক্ত করা হচ্ছে, এবং বিধাননগরের যুগ্ম কমিশনার পদ পাচ্ছেন রণেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।বদলি হচ্ছে বেশ কিছু কমিশনারেট পদেরও।
রাজ্য ইবির ডিআইজি সোমা দাস মিত্র কে বদলি করে রেলের নতুন ডিআইজি করা হচ্ছে। রেলের ডিআইজি শিসরাম ঝাঝাড়িয়া হচ্ছেন রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের ডিআইজি। পারুল কুশ জৈন ডিআইজি সদর হবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, হাওড়ার পুরভোট হওয়ার সম্ভাবনা কয়েকমাসের মধ্যেই। পুরভোটের কথা মাথায় রেখেই রাজ্য পুলিশের উচ্চপদস্ত অফিসারদের বদলির সিদ্ধান্ত সরকারের।
রাজ্য ইবির ডিআইজি সোমা দাস মিত্র কে বদলি করে রেলের নতুন ডিআইজি করা হচ্ছে। রেলের ডিআইজি শিসরাম ঝাঝাড়িয়া হচ্ছেন রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের ডিআইজি। পারুল কুশ জৈন ডিআইজি সদর হবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, হাওড়ার পুরভোট হওয়ার সম্ভাবনা কয়েকমাসের মধ্যেই। পুরভোটের কথা মাথায় রেখেই রাজ্য পুলিশের উচ্চপদস্ত অফিসারদের বদলির সিদ্ধান্ত সরকারের।
No comments