Header Ads

স্বাধীনতার সাত দশক পর প্রকাশিত হল সুন্দরবনের প্রথম মানচিত্র

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সুন্দরবন বাংলার গর্ব।দক্ষিণবঙ্গের মানুষ একটা দিনের ছুটি পেলেই ছুটে যেতে চায় সুন্দরবনে কারণ যদি দেখা মেলে তাঁর মানে রয়েল বেঙ্গল টাইগারের।কিন্তু স্বাধীনতার সাত দশক পরে ও এই অঞ্চলের মানচিত্র ছিল না।আমাদের দেশে জেলা ভিত্তিক মানচিত্র রয়েছে । কিন্তু সুন্দরবন উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা বেশ কিছুটা অংশের মধ্যে অবস্থিত তাই সুন্দরবনের আলাদা করে কোন মানচিত্র নেই।এক পত্রিকা এই মানচিত্র প্রকাশ করল। কলকাতার লিটল ম্যাগাজিন মেলায় এই মানচিত্র প্রকাশিত হয়।২০০৯ সালে আয়লার সময়ে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত অঞ্চল গুলি পরির্দশন করতে জায় ত্রৈমাসিক পত্রিকা এই থেকে সুন্দরবন চর্চার পথ চলা শুরু হয়।এই মানচিত্র তৈরির সঙ্গে যুক্ত ছিলেন পত্রিকার চার জন সদস্য।এই চার সদস্য হলেন সমীরণ ঘোষ, অন্বেষা হালদার, অভিজিৎ চক্রবর্তী, জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী।এই পত্রিকার উপদেষ্টা ভূমিকায় ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ও নদী বিশেষজ্ঞ ডঃ কল্যাণ রুদ্র।
প্রথমবারে একটি সংখ্যা প্রকাশ করছে তারা মানুষের সাড়া পেলে আরো সংখ্যা প্রকাশিত করবেন ।বর্তমানে গুগল ম্যাপের জন্য যে কোন জায়গা দেখা সম্ভব। কিন্তু সমস্ত মানুষ ইন্টারনেট ব্যবহার করেন না।আর গুগল ম্যাপে জুম ইন জুম আউট করলে লেখা ছোটো না হলে বড় দেখায়।পুরোটা স্বাভাবিক ভাবে দেখা যায় না।কিন্তু এই মানচিত্রে সেই অসুবিধা হবে না।সুন্দরবনের স্থানীয় বাসিন্দারা এই টুকুই জানে না যে তারা ঠিক কোন জায়গায় অবস্থান করছেন।সুন্দরবনে একাধিক গ্রামের পাশ থেকে বয়ে গেছে নদী।তারা তাদের গ্রামের নামেই নদী গুলিকে চিনে থাকেন।এই মানচিত্র স্থানীয় বাসিন্দাদের ও সাহায্য করবে।বর্তমানে শুধু কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে এই মানচিত্র। পরবর্তী কালে গোসাবা ও কাকদ্বীপের বই এর দোকানে ও পাওয়া যাবে এই মানচিত্র।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.