Header Ads

আদনানের পদ্ম পুরস্কার নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন আরএসএস সভাপতি তোগাড়িয়া

নজরবন্দি ব্যুরো : আদনান সামির পদ্মশ্রী পাওয়া নিয়ে সমালচনা ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। প্রথমে কংগ্রেস আর এইবার বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া সমালচনা করলেন আদনান সামির পদ্মশ্রী পাওয়া নিয়ে। তিনি বলেছেন ,পাকিস্তানের অফিসারের ছেলে কে কেনা দেওয়া হল পদ্মশ্রী ? আদনান সামি কে পদ্মশ্রী দেওয়া মানে ভারতের সেনার শহীদদের অপমান করা। তিনি বলেন ,কার্গিল যুদ্ধের সময়ে আদনানের বাবা ভারতীয় সেনার বিরুদ্ধে হামলা চালান।
আদনানেই পদ্মশ্রী পাওয়া নিয়ে এতো সমালচনা পর অবশেষে আদনান মুখ খুললেন, তিনি বলেন তিনি কোন রাজনৈতিক দলের সদস্য নন। তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ ও নেই কথাও। তিনি শুধুমাত্র একজন শিল্পী। যে সমস্ত রাজনৈতিক দলের নেতা আমার এই পদ্মশ্রী পাওয়া নিয়ে সমালচনা করছেন তারাই কিন্তু বিকেলে হাতে এক কাপ চা নিয়ে আমার গান শুনতে বসেন। আমি একজন শিল্পী আমার কাজ ভালোবাসা ছড়িয়ে দেওয়া। তিনি বলেন ,নিজেদের সুবিধার জন্য এরা আমার নাম ব্যবহার করছেন।
 তিনি বলেন তাঁর ৩৪ বছরের কেরিয়ারের ২০ বছর তিনি বলিউড কে দিয়েছেন। আর ২০ বছরে কর্মজীবনে পাকিস্তানের কোন জায়গাই ছিল না।আরো জানা যায়, ২০১৫ সালে আদনানের পাকিস্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েগেছিল।তারপরই তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন। এক বছরের মধ্যেই অর্থাৎ ২০১৬ সালে আদনান সামিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.