বিহারের সভা থেকে আটক করা হল কানহাইয়া কুমারকে
নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিহারে আয়োজিত সভা থেকে আটক বাম নেতা কানহাইয়া কুমার।বৃহস্পতিবার বিহারের বেথিয়া থেকে আটক করা হয় তাঁকে। তাঁর সঙ্গে আরও কয়েকজন আন্দোলনকারীদেরও আটক করে পুলিশ।
এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ‘সংবিধান বাঁচাও-নাগরিকতা বাঁচাও' পথসভার আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে শুরু হয়েছিল মিছিল। সেই মিছিলেরই নেতৃত্ব দিচ্ছিলেন সিপিআই নেতা তথা জেএনইউয়ের প্রক্তনী কানহাইয়া কুমার। মিছিলের পর পাটনার গান্ধী ময়দানে সিএএ ও এনআরসির বিরুদ্ধে একটি গণজমায়েতের আয়োজন করা হয়। সেখানেই তাঁর উপস্থিত থাকার কথাছিল। কিন্তু তার আগেই তাঁকে আটক করে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয় কানহাইয়া কুমারের কাছে কোনও সর্বজনীন পথসভায় উপস্থিত থাকার অনুমতি নেই। তাই বেথিয়া থেকে তাঁকে আটক করা হয়েছে। তাঁকে আটক করায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। আটকের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা।
এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ‘সংবিধান বাঁচাও-নাগরিকতা বাঁচাও' পথসভার আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে শুরু হয়েছিল মিছিল। সেই মিছিলেরই নেতৃত্ব দিচ্ছিলেন সিপিআই নেতা তথা জেএনইউয়ের প্রক্তনী কানহাইয়া কুমার। মিছিলের পর পাটনার গান্ধী ময়দানে সিএএ ও এনআরসির বিরুদ্ধে একটি গণজমায়েতের আয়োজন করা হয়। সেখানেই তাঁর উপস্থিত থাকার কথাছিল। কিন্তু তার আগেই তাঁকে আটক করে পুলিশ।

No comments