Header Ads

ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ধমক রাজ্যপালের

নজরবন্দি ব্যুরোঃ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে কড়া ভাষায় ধমক দিতে দেখা গেল খোদ রাজ্যপালকে। মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে ব্যারাকপুরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গান্ধীঘাটে শ্রদ্ধা জানাতে গিয়ে ব্যারাকপুরের পুলিস কমিশনার মনোজ ভার্মাকে তীব্র ভৎসনা করেন তিনি। এদিন যখন অনুষ্ঠান চলছিল সেই সময় পুলিশ কমিশনার খবরের কাগজ পড়ছিলেন।
আর যা দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠেন রাজ্যপাল। এরপর রাজ্যপাল নিজে মনোজ ভার্মার কাছে গিয়ে তাঁকে ধমক দেন। ধমক দিতে দিতে তিনি বলেন "প্রথম সারিতে বসে খবরের কাগজ পড়ছেন? এটা কী ধরনের আচরণ? আপনারা থাকেন কোথায়? লজ্জা হওয়া উচিত। উর্দি পরে আপনি যদি এটা করেন তাহলে অন্যরা আপনাকে দেখে কী শিখবে, কী করবে?" খোদ রাজ্যপালের মুখেই এহেন কথা শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান উপস্থিত আধিকারিকরা।
শুধু এখানেই শেষ নয়। এদিন অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ধনকড়। তবে রাজ্যপালের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করতে শোনা গেল রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। তাঁর কথায় “পুরোটাই ওনার(রাজ্যপালের) পূর্ব পরিকল্পিত।” রাজ্যপালের এদিনের মন্তব্যে আবারও রাজ্য-রাজপাল সংঘাতের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.