মিটু-তে অভিযুক্ত গনেশ আচারিয়া অবশেষে মুখ খুললেন
নজরবন্দি ব্যুরো : সম্প্রতি দিব্যা কোটেইন নামে এক ডান্স কোরিওগ্রাফার বলিউডের আরেক বিখ্যাত ডান্স কোরিওগ্রাফার গনেশ আচারিয়া বিরুদ্ধে মিটু এর অভিযোগ আনেন।আসলে দিব্যা আর গনেশ বহু দিন ধরে এক সাথে কাজ করছে। বেশ কয়েকটি সিনেমায় গনেশ আচারিয়ার সঙ্গে সহকারী কোরিওগ্রাফার রূপে কাজ ও করেন দিব্যা। কিন্তু সেখান থেকে যে টাকা পেতেন দিব্যা তা থেকে গনেশ আচারিয়া ভাগ বসাতে চাইতেন।
তাছাড়া গনেশ মাঝে মধ্যেই দিব্যা কে তাঁর অফিসে ডেকে অশ্লীল ভিডিও দেখতে জোর করতেন। এরপরই দিব্যা গনেশের বিরুদ্ধে মুম্বইয়ের অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন।এবং মহারাষ্ট্রের মহিলা কমিশনের কাছেও গণেশ আচারিয়া বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর এই ঘটনা নিয়ে বলিপাড়ায় বেশ শোরগোল পরে।
এরপর অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন গণেশ আচারিয়া ,তিনি বলেন ইচ্ছা করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ,এই সব কথা বলে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। দিব্যা নামে যে মহিলা আমার নামে অভিযোগ করছেন তাঁর সাথে কখনই আমি ব্যাক্তিগত ভাবে একা ঘরে দেখা করিনি।তিনি আরো বলেন তিনি দিব্যার নামে মানহানির অভিযোগ করবেন। এবং তাঁর পাশাপাশি সরোজ খান ও তাঁর দলের বিরুদ্ধেও মানহানির অভিযোগ করবেন।
তাছাড়া গনেশ মাঝে মধ্যেই দিব্যা কে তাঁর অফিসে ডেকে অশ্লীল ভিডিও দেখতে জোর করতেন। এরপরই দিব্যা গনেশের বিরুদ্ধে মুম্বইয়ের অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন।এবং মহারাষ্ট্রের মহিলা কমিশনের কাছেও গণেশ আচারিয়া বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর এই ঘটনা নিয়ে বলিপাড়ায় বেশ শোরগোল পরে।

No comments