হোমিওপ্যাথিতেই নাকি সারবে করোনা আক্রান্ত রোগী। সরকারের নির্দেশিকা নিয়ে বিতর্ক
নজরবান্দি ব্যুরোঃ করোনা আতঙ্ক ছড়িয়েছে গতা বিশ্বজুড়ে। চিন থেকে উৎপত্তি এই মারণ ভাইরাস এখন চিন নিজেই অসহায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভাইরাস নিয়ে চিন্তিত। ভারতেও বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্তা নেওা হয়েছে। এর মধ্যেই এক বাঙালি যুবকের মৃত্যু হয়েছে এই ভাইরাসের প্রকোপে। এই ভাইরাস কে মোকাবিলা করার মত কোন ওষুধ আবিষ্কার হয়নি এখনো। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে ভ্যাকসিন বা অ্যালোপ্যাথি ওষুধ নয়, হোমিওপ্যাথিতেই করোনা আক্রান্ত রোগী সেরে উঠবেন।
আয়ুর্বেদ মন্ত্রক তরফে এই টুইট করা হয়ছে। আরসেনিকাম অ্যালবাম ৩০ এই ভাইরাস প্রতিরোধে সক্ষম।আয়ুর্বেদ মন্ত্রকের এই নির্দেশিকায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। চিকিত্সাশাস্ত্রে হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তারা বলছে এই ভাইরাস নিরাময়ের জন্য আদৌ হোমিওপ্যাথি চিকিত্সা প্রযোজ্য কিনা তা এখনও প্রমাণ হয়নি। তাই সরকারের তরফে এমন নির্দেশিকা সবাইকে বিভ্রান্ত করবে বলে মনে করছেন তারা।
আয়ুর্বেদ মন্ত্রক তরফে এই টুইট করা হয়ছে। আরসেনিকাম অ্যালবাম ৩০ এই ভাইরাস প্রতিরোধে সক্ষম।আয়ুর্বেদ মন্ত্রকের এই নির্দেশিকায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। চিকিত্সাশাস্ত্রে হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তারা বলছে এই ভাইরাস নিরাময়ের জন্য আদৌ হোমিওপ্যাথি চিকিত্সা প্রযোজ্য কিনা তা এখনও প্রমাণ হয়নি। তাই সরকারের তরফে এমন নির্দেশিকা সবাইকে বিভ্রান্ত করবে বলে মনে করছেন তারা।


No comments