মুসলিম মহিলারা যখন ইচ্ছে ঢুকতে পারবেন মসজিদে; পুরুষদের সাথে পড়বেন জুম্মার নামাজ।
নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে মুসলিম মহিলারাও প্রবেশ করতে পারবেন মসজিদে পড়তে পারবেন নামাজ। এতদিন এই সুযোগ ছিল শুধুমাত্র ঈদের দিনেই। এখন থেকে যে কোন মসজিদে যে কোন দিন নামাজ পড়তে যেতে পারবেন মহিলারা। শুধু তাই নয় মুসলিম দের পবিত্র জুম্মাবার অর্থাৎ শুক্রবারেও মসজিদে গিয়ে নামাজ পড়তে মহিলাদের ক্ষেত্রে আর বিধিনিশেষ থাকল না।
বুধবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পুরুষ এবং মহিলা উভয়ে একসাথে নামাজ পড়তে পারবেন মসজিদে।
উল্লেখ্য পুনের বাসিন্দা ইয়াসমিন জুবের এবং তাঁর স্বামী জুবের আহমেদ নাজির আহমেদ পীরজাদে গত বছর মসজিদে মহিলাদের নামাজ পড়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এতদিনে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড তাঁদের আবেদনে সাড়া দিল এবং নিজেদের অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কে।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিম মহিলাদের মসজিদে গিয়ে নমাজ পড়ার জন্যে ইসলামে কোন বিধিনিষেধ নেই। চাইলে তারা জুম্মাবারেও নামাজ পড়তে পারেন।
প্রসঙ্গত, পুনের বাসিন্দা ইয়াসমিন জুবের এবং তাঁর স্বামী জুবের আহমেদ নাজির আহমেদ পীরজাদে সুপ্রিম কোর্ট কে জানতে চেয়েছিল, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদ কোথাও নারী পুরুষ কে আলাদা করেননি। তাহলে এমন নিয়ম কেন! আজ তারা সহ সমগ্র মুসলিম নারী সমাজের কাছে খুলে গেল নতুন দিগন্ত।
বুধবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পুরুষ এবং মহিলা উভয়ে একসাথে নামাজ পড়তে পারবেন মসজিদে।
উল্লেখ্য পুনের বাসিন্দা ইয়াসমিন জুবের এবং তাঁর স্বামী জুবের আহমেদ নাজির আহমেদ পীরজাদে গত বছর মসজিদে মহিলাদের নামাজ পড়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এতদিনে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড তাঁদের আবেদনে সাড়া দিল এবং নিজেদের অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কে।
প্রসঙ্গত, পুনের বাসিন্দা ইয়াসমিন জুবের এবং তাঁর স্বামী জুবের আহমেদ নাজির আহমেদ পীরজাদে সুপ্রিম কোর্ট কে জানতে চেয়েছিল, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদ কোথাও নারী পুরুষ কে আলাদা করেননি। তাহলে এমন নিয়ম কেন! আজ তারা সহ সমগ্র মুসলিম নারী সমাজের কাছে খুলে গেল নতুন দিগন্ত।

No comments