Header Ads

দাদার হস্তক্ষেপেই একই দলে ধোনি-কোহলি, আইপিএল -এর নিয়মও থাকছে নয়া চমক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল-এ একই দলের হয়ে ময়দানে নামতে দেখা যাবে ধোনি-কোহলিকে। তবে মূল আইপিএল ম্যাচে নয়। আইপিএল ম্যাচের তিন দিন আগে অনুষ্ঠিত হবে আইপিএল অলস্টার। সেই খেলাতেই দুই তারকাকে দেখা যাবে। বোর্ড তরফে জানানো হয় যে মূলত চ্যারিটির জন্যই আইপিএলের আগে অনুষ্ঠিত হবে অলস্টার। প্লেয়ারদের নিয়ে দুটি দলে ভাগ হয়েই এই ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও আগে আহমেদাবাদে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরে বাতিল হয়ে যায়।

এই ম্যাচের পুরো পরিকল্পনাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের তৈরি বলে সূত্রের খবর। এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ কোথায় দেওয়া হচ্ছে তাও এখনও ঠিক হয় নি। আইপিএল গর্ভনিং কাউন্সিলের মিটিংয়েই এই ম্যাচ খেলার প্রস্তাব গৃহীত হয়। পরে সেইমত অলস্টার খেলার ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত দিনক্ষণ স্পষ্ট করে জানানো না হলেও মার্চের শেষে অনুষ্ঠিত হতে পারে ম্যাচ। আর এই ম্যাচেই একই দলের হয়ে ধোনি-কোহলিকে খেলতে দেখা যাবে।
 পাশাপাশি আইপিএল নিয়ে একধিক নতুন নিয়ম চালুর ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন থেকে আইপিএলে প্রতি দলে ক্রিকেটার থাকতে হবে ১২ জন। যদি কেউ খেলতে গিয়ে মাথায় চোট পান তখন তাঁর পরিবর্তে অন্য একজন প্লেয়ারকে মাঠে নামাতে পারবে দল। আইপিএল ম্যাচ খেলার সময় এক ঘণ্টা এগিয়ে আনার দাবি উঠেছিল। কিন্তু এদিন আইপিএল নিয়ে বৈঠকের পর সৌরভ স্পষ্ট জানিয়েদেন আইপিএল ম্যাচ যথারীতি ৮ থেকেই শুরু হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.