Header Ads

ছানী অপারেশান করতে গিয়ে গোটা চোখটাই নষ্ট এক রোগীর

নজরবন্দি ব্যুরোঃ চোখের ছানির অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকদের ভুলে উপড়ে ফেলতে হল গোটা চোখ। চিকিৎসকদের বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন রোগীর পরিবারের লোকজনেরা। সূত্রের খবর, ৬ জানুয়ারি ৬৫ বছরের ঝুনু দত্তকে ছানি অপারেশনের জন্য কেপিসি হাসপাতালে ভর্তি করা হয়। ঝুনু দত্ত ডায়াবেটিসের রোগী। তাই, হাসপাতালে ভর্তি করার পর কয়েক দিন তাঁকে ওষুধ দিয়ে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে আনা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসার পড়ে ১১ তারিখ তার বাঁ চোখের ছানি অপারেশান হয়। কিন্তু, অপারেশানের পর থেকেই তার চোখে যন্ত্রণা শুরু হয়। তার ছেলে রাজা দত্ত জানিয়েছেন, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানাবার পরেও তাঁরা কোন রকম পদক্ষেপ নেয়নি। ফলে সমস্যা বাড়তে থাকে। রাত ১১টার পরে চিকিৎসক এসে তাঁর চোখে কোনও রকম সমস্যা নেই বলেই জানান। সেই হাসপাতালের অন্য ডাক্তার জানান যে ঝুনু দেবীর চোখটা সম্পুর্ন নষ্ট হয়ে গিয়েছে। এর পরে আরও তিন দিন চিকিৎসার পড়ে ১৮ তারিখ তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কোন সুরাহা হয়নি সমস্যার। কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে নিয়ে গেলে যানা যায় তার চোখের সংক্রমণ অনেক্তাই ছড়িয়ে পড়েছে। অবশেষে রোগীর প্রান বাঁচানোর জন্য তার গোটা চোখতাই বাদ দিতে হয় ডাক্তারদের। পরিবারের লোকজন মেডিক্যাল কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ডাক্তারদের গাফিলতির অভিযোগ এনে। কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অশোক ভদ্র অবশ্য দাবি করেন সংক্রমণের জেরেই এই বিপর্যয় ঘটেছে। তিনি আশ্বাস দিয়েছেন, পরি
বারের চিকিৎসার সমস্ত খরচ বহনও করার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.