Header Ads

ইতিহাস সৃষ্টি করে ইউরোপের ক্লাবে সুযোগ পেলেন ভারতীয় মহিলা ফুটবলার বালাদেবী

নাজারবান্দি ব্যুরোঃ ভারতে ফুটবলের জনপ্রিয়তা যে বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য দেশের মত ভারতও যে ফুটবলে উন্নতি করছে সেটার প্রমান পাওয়া গেল ভারতীয় মহিলা দলের ফুটবল খেলোয়াড় বালা দেবীর ইউরোপের ফুটবল ক্লাবে সুযোগ পাওয়া দেখে। ৫৮ ম্যাচে ৫২ গোল করা বালা ভারতীয় প্রথম মহিলা ফুটবলার, যিনি পেশাদার হিসেবে বিদেশের কোনও ক্লাবে খেলবেন। এখন সুধু অপেক্ষা আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়ার।
কে এই বালাদেবী? ইন্ডিয়ান উইমেন্স লিগে গত দুবারের সর্বোচ্চ গোলদাতা। ২০১৫ ও '‌১৬ মরশুমে ফেডারেশনের বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলার তিনি। রেঞ্জার্সেও প্রথম এশীয় মহিলা ফুটবলার বালা। এই ক্লাবে সুযোগ পাবার পর তিনি বলেন “স্বপ্নেও ভাবিনি ইউরোপে ফুটবল খেলব বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেলার জন্য সই করব। দারুণ অনুভূতি, ওখানকার অত্যাধুনিক পরিকাঠামো ও সুযোগ-সুবিধেয় নিজের খেলার উন্নতি ঘটাতে চেষ্টা করব”। রেঞ্জার্সে খেলার জন্য সোমবারই স্কটল্যান্ড উড়ে যাচ্ছেন বালা দেবী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.