এবার ফুটবল ময়দানে অজয়
নজরবন্দি ব্যুরো : অজয় দেবগন অভিনীত ছবি 'তানহাজি' বক্স অফিসে দাপিয়ে বাজার করছে। সর্ব্বোচ্চ রেকর্ড করা ছবি 'কবীর সিং' এর রেকর্ড ভেঙ্গে দিয়েছে 'তানহাজি।' তাহানজির সফল্যের পর অজয় দেবগন অভিনীত ছবি 'ময়দান' এর প্রথম টিজার পোস্টার মুক্তি পেল।'ময়দান' ছবিটি হল কিংবদন্তী রহিম সাহেবের বায়োপিক।রহিম সাহেবের ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন।
'ময়দান' এর প্রথম টিজার পোস্টারে দেখা যাচ্ছে , পাট পাট করে আঁচড়ানো চুল ,মোটা গোঁফ।,গায়ে ঢলঢলে শার্ট আর ফরমাল প্যান্ট। হাতে একটা চামড়ার ব্যাগ ও একটা ছাতা নিতে ফুটবলে কিক করছেন। এরকম সাদামাটা রূপেই দেখা গেল অজয় দেবগন কে। 'ময়দান' ছবিটি ভারতীয় স্বর্ণযুগের প্রেক্ষাপটে তৈরী।
এই ছবির নির্দেশক অমির শর্মা। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়া রয়েছেন আরিয়ান ভৌমিক এবং বাঙলার অভিনেত্রী চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য। রহিম সাহেবের ভূমিকায় অভিনয় করার জন্য কঠোর পরিশ্রম করেছেন অজয় দেবগন। আগামী ২৭ শে নভেম্বর মুক্তি পাচ্ছে 'ময়দান'।
'ময়দান' এর প্রথম টিজার পোস্টারে দেখা যাচ্ছে , পাট পাট করে আঁচড়ানো চুল ,মোটা গোঁফ।,গায়ে ঢলঢলে শার্ট আর ফরমাল প্যান্ট। হাতে একটা চামড়ার ব্যাগ ও একটা ছাতা নিতে ফুটবলে কিক করছেন। এরকম সাদামাটা রূপেই দেখা গেল অজয় দেবগন কে। 'ময়দান' ছবিটি ভারতীয় স্বর্ণযুগের প্রেক্ষাপটে তৈরী।

No comments