Header Ads

সিএএ নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার চিকিৎসক কাফিল খান

নজরবন্দি ব্যুরোঃ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খান। বুধবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গতমাসেই কাফিলের বিরুদ্ধে সিভিল লাইন্স থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সিএএ-এর বিরুদ্ধে আলিগড় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে দেখা মেলে তাঁর।

তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে উস্কানি ছড়ানোর অভিযোগ ওঠে। অভিযোগ দায়েরের চল্লিশ দিন পর তাঁকে গ্রেফতার করে উত্তর প্রদেশের যোগী সরকারের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭তে একটি হাসপাতালে ৬০ শিশুর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই সময়ই এই ঘটনার সঙ্গে কাফিলের নাম জড়ায়।
তাঁকে বরখাস্তও করেছিল উত্তর প্রদেশের সরকার। কিন্তু আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমান হয়নি। অন্যদিকে সিএএ-এর বিরুদ্ধে আন্দোলনে তাঁকে আলীগড় বিশ্ববিদ্যালয়ে দেখা যাওয়ার পরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের টাস্ক ফোর্স গ্রেফতার করে তাঁকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.